Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নেই কোন দাবিদার, দেশের বিভিন্ন ব্যাংকে পড়ে রয়েছে প্রায় ৪৮ হাজার কোটিরও বেশি টাকা

Updated :  Thursday, July 28, 2022 9:14 PM

দেশের বিভিন্ন ব্যাংকে বেওয়ারিশ টাকার পরিমাণ প্রত্যেকদিন বেড়েই চলেছে। পাহাড় প্রমান সেই বেওয়ারিশ টাকার দাবিদার খুঁজতে এবারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেসব রাজ্য থেকে সব থেকে বেশি বেওয়ারিশ টাকা মিলেছে, সেসব রাজ্যের উপরে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। ভারতের সর্বমোট আটটি রাজ্যের উপরে আরবিআই এর নজর রয়েছে বলে সূত্রের খবর। আরবিআই এর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে ব্যাংকে যে পরিমাণ বেওয়ারিশ টাকা জমা পড়েছিল তার পরিমাণ ছিল ৩৯ হাজার ২৬৪ কোটি। আরবিআই এর তথ্য অনুযায়ী ২০২১-২২ ৮০ বছরে এই বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৬২ কোটি টাকা।

আরবিআই এর নিয়ম অনুযায়ী, যদি কোন গ্রাহক ১০ বছর নিজের ব্যাংক একাউন্টে লেনদেন না করেন, তাহলে সেই একাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে দেওয়া হয়। যেসব ব্যাংক একাউন্টে কোনরকম লেনদেন হয় না, সেসব অ্যাকাউন্ট ডর্ম্যান্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়। সেভিংস অ্যাকাউন্ট ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট এর বেয়ারিশ টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন এন্ড অ্যাওয়ার্নেস ফান্ডে জমা করে দেওয়া হয়। আরবিআই এর এক আধিকারিক এর বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে রাজ্যগুলিতে সবথেকে বেশি বেওয়ারিশ টাকা জামা পড়েছে সেগুলি হল তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তারপরেও বেওয়ারিশ টাকার পরিমাণ লাগাতার বেড়ে চলেছে। রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, এমন অনেক গ্রাহক রয়েছেন যারা ব্যাংক একাউন্ট খোলার পরে দীর্ঘ সময় সেই একাউন্টে কোন রকম লেনদেন করেন না। এমনকি একাউন্ট বন্ধ করে দেওয়ার কোনো আগ্রহ দেখান না। সচেতনতা প্রচার চালানো সত্বেও এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে চলেছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক।

প্রতিবছর এই ধরনের অ্যাকাউন্টে জমা টাকা আরবিআই এর ডেফ একাউন্টে জমা পড়ছে। কিন্তু কেন বাড়ছে এই বেওয়ারিশ টাকার পরিমান? রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, কোন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়া, পরিবারের লোকেদের এই ব্যক্তির একাউন্ট সম্পর্কে অবহিত না হওয়া, ভুল ঠিকানা বা অ্যাকাউন্টে কোন নমিনি না থাকা এই সমস্ত কারণে এই ধরনের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। যদি কোন গ্রাহকের দাবিহীন টাকা রিজার্ভ ব্যাংকের কাছে চলে আসে তাহলে তা রিজার্ভ ব্যাংকের ডেফ একাউন্টে জমা পড়ে যায়। সে ক্ষেত্রে গ্রাহক কে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হয়। দাবীহীন টাকা সম্পর্কে ব্যাংকের ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানা যায়। সেই টাকা ফেরত পেতে হলে অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড, জন্মতারিখ, নাম এবং ঠিকানা দিয়ে ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ব্যক্তির দাবিহীন টাকা সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হয়।