Today Trending Newsক্রিকেটখেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

Advertisement

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হল বাংলাদেশ৷এবারই প্রথমবার ফাইনাল উঠেছে বাংলাদেশ এবং চ্যাম্পিয়নের খেতাব দখল করে ইতিহাস গড়ল বাংলাদেশ। পোচেস্ট্রুমে ভারত বনাম বাংলাদেশের ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত৷ ভারত ৪৭.২ ওভারে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জসওয়াল৷ তার ব্যাটিং এর দাপটে তবু কিছু রান করে ভারত, এছাড়া তিলক বর্মা ৩৮ ও ধ্রুব জুরেল ২২ রান করেন৷ ৪০ রান দিয়ে ৩টি উইকেট দখল করে অভিষেক দাস৷ শোরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব ২টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ ব্যাটিং এর শুরুতে ভালোই খেললেও পর পর উইকেট হারানোয় একসময় চাপে পড়ে যায়৷ যখন ৫৪ বলে ১৫ রান বাকি, হঠাৎই বৃষ্টি নামলে কয়েক মিনিটের বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ডারওয়ার্থ-লুইস নিয়মে জয়ের লক্ষ্য কমে যায় বাংলাদেশের৷ জেতার জন্য বাংলাদেশর দরকার ছিল ৩০ বলে ৭ রান, ২৩ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

আরও পড়ুন : সাত বছর পর ফের ব্যাট হাতে মাঠে সচিন তেন্ডুলকর

৪৬ ওভারে ১৭০ ছিল বাংলাদেশের লক্ষ্য যা ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে করে নেয় তারা। বাংলাদেশের ইমন ৪৭ রান ও আকবর ৪৩ রান করেন৷ রবি বিষ্ণোই ৩০ রানে ৪টি উইকেট নেন৷ সুশান্ত মিশ্র ২৫ রানে ২টি উইকেট নেন। ১৫ রানে ১টি উইকেট নেয় যশস্বী৷ ক্যাপ্টেন আকবর আলি ও ওপেনার পারভেজ হোসেনের অভূতপূর্ব ইনিংস বাংলাদেশকে চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়।

Related Articles

Back to top button