প্রীতম দাস: পুজোর আগে পি টি টি আই মামলাকারীদের জন্য স্বস্তি এলো। দীর্ঘ ১০ বছর পর চাকরি পাচ্ছেন মামলাকারিরা। পুজোর আগে এ যে তাদের কাছে নিঃসন্দেহে বিশাল বড়ো সুখবর তা আর বলার অপেক্ষা রাখেনা। এ যেনো মা দুর্গার আশির্বাদ স্বরূপ বলা যেতেই পারে!
৩০ সেপ্টেম্বর এর মধ্যে মামলাকারিদের চাকরি দিতে হবে এমন নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রায় ১২০০ মামলাকারিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার চূড়ান্ত সময়সীমা জানিয়ে দেয় আদালত। নির্দেশ অমান্য হলে শিক্ষা সচিবের বিরুদ্ধে কড়া ব্যাবস্থার হুশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের ফলে পি টি টি আই মামলা নিয়ে যথেষ্ট অসস্তি ও বিপাকে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।