ভোপাল: মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ অভয়ারণ্যের মুকুটে জুড়লো নয়া পালক। গ্লোবাল নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভয়অরণ্যকে। এই অন্তর্ভুক্তিকরণের কাজটি করেছে ইউনেস্কো। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর পান্না টাইগার রিজার্ভকে অভিনন্দন জানিয়ে এ কথা ঘোষণা করেছেন।
ইউনেস্কো থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে পান্না টাইগার রিজার্ভের বাফার জোন বাস্তুতন্ত্র রক্ষায় উল্লেখযোগ্য কাজ করেছে। মধ্যপ্রদেশের এই জায়গায় আয়ের মূল উৎস হল, বনজ সম্পদ, উদ্যান এবং এই বন দফতর ঘিরে বিভিন্ন আয়ের উৎস। আর এই সকল জিনিসই আকৃষ্ট করেছে ইউনেস্কোকে। আর তার ফলেই পান্না টাইগার রিজার্ভকে এই তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে।
কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর পান্না টাইগার রিজার্ভ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন এবং সেখানকার বাঘেদের নিয়ে একটি ৫০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট। ইউনেস্কোর দেওয়া এই সম্মান মধ্যপ্রদেশের ইকো-ট্যুরিজমের ক্ষেত্রে একটা সাফল্য এনে দিল, এমনটা বলাই যায়।