অরূপ মাহাত: কোন কোন রাজনৈতিক দল বাংলায় এসে এখানকার সংখ্যালঘুদের উস্কানি দিচ্ছে। হায়দ্রাবাদ থেকে এখানে এসে বলছে তারা নাকি সংখ্যালঘুদের পাশে রয়েছে। সোমবার বিকেলে কোচবিহারের এক জনসভা থেকে নাম না করে ঠিক এভাবেই আসাদুদ্দিন ওয়েইসির দলকে আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কথায় কান না দেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বিজেপির মতোই এই দলের কাজও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে অশান্তির বাতাবরণ তৈরী করা। এমনকি এই দল যে আসলে বিজেপিরই বি টিম সে কথা জানাতেও ভোলেননি তিনি। ‘বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তৈরীর কাজে নেমেছে ওরা।’ নাম না করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকে নজিরবিহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হিন্দু ও মুসলিম মৌলবাদীদের থেকে মানুষকে দূরে থাকার আহ্বান জানান তিনি। সভা থেকে একবারও ওয়েইসি বা তার দলের নাম না নিলেও কারো বুঝতে বাকী থাকেনি কাদের উদ্দেশ্যে মমতার এমন মন্তব্য। বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব ট্যুইটের মাধ্যমে ফিরিয়ে দেন হায়দ্রাবাদের সাংসদ। তিনি লেখেন, ‘জনসমর্থন হারানোর ভয়ে ভুল বকছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওনার আমলেই বিজেপি ১৮ জন সাংসদ পেয়েছে। এর থেকেই বোঝা যায় কারা বিজেপির হয়ে কাজ করছে।’