গতকাল মধ্যরাতে প্রবল বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেও ৩১১-৮০ ভোটে পাশ হয়ে যায় এই বিল। এবার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত এক মার্কিন কমিশন দাবি করলো ওই বিল যদি সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় তাহলে অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
সোমবার আমেরিকার ‘কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এক বিবৃতিতে বলেছে, ভারতে যেভাবে ওই বিল পাশ হল তা অত্যন্ত উদ্বেগজনক। এরপরই তারা দাবি করেছে ওই বিল যদি লোকসভার মতো রাজ্যসভাতেও পাশ হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির বড় নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করুক আমেরিকা।
২০১৬ সালের নাগরিকত্ব বিলটি থেকে ২০১৯ এর বিলটিতে কিছু সংশোধন করা হয়েছে। নতুন বিলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ইত্যাদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মাত্র ৬ বছর ভারতে থাকলেই তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল থেকেই এই বিলের বিরোধিতায় উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন গুলি।