নিউজপলিটিক্স

‘আনটোল্ড বাজপেয়ী’! অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

Advertisement

বায়োপিক্স এখন বলিউড চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম পছন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক বানাতে চলেছে বলিউড। ছবির নাম হতে পারে ‘আনটোল্ড বাজপেয়ী’। এই ছবিতে বাজপেয়ীর শৈশব কাল থেকে কলেজ জীবন, রাজনৈতিক জীবনের যাত্রা, বাজপেয়ীর জীবনের সমস্ত অজানা দিক সবই দেখানো হবে। এনপির লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী’- এর ভিত্তিতেই তৈরি হবে এই ছবি। উল্লেখ এই বইয়ের স্বত্ব কিনেছে আমাশ ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার শিবা শর্মা ও জিশান আহমেদ।  শিবা শর্মা বলেছেন, “ আনটোল্ড বাজপেয়ী আমার স্বপ্নের ছবি। এমন একজন নেতার জীবনকে বড়পর্দায় তুলে ধরার উদ্যোগ নিতে পেরে আমি গর্বিত। অনেকেই অটল বিহারী বাজপেয়ীর আসল দিকটা জানেন না। বই পড়ার সময় ওনার ব্যক্তিগত জীবন ও প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর কাজের সম্পর্কে অনেক কিছু জানতে পারি।” ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিবা এটাও নিশ্চিত করেছেন যে একবার স্ক্রিপ্টিংটি শেষ হয়ে গেলে কাস্টিং প্রক্রিয়াটি শুরু করা হবে।

Related Articles

Back to top button