এবারের বিধানসভা নির্বাচনের সবথেকে উল্লেখযোগ্য সিট হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামে একদিকে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যদিকে আছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন। আজ দাসপুরের সভা থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোট করিয়ে তারপর তিনি সেখান থেকে নড়বেন। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ভোট করার চেষ্টা করছে।
তিনি বললেন, “আমি বারবার বলেছি ওরা বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ভোট করাবে। গতকাল প্রমাণ হয়ে গেল। আমার কাছে খবর এলো সকালবেলা। কাথি বাসস্ট্যান্ড থেকে ৩০ জন সশস্ত্র উত্তরপ্রদেশের গুন্ডাদের পাকড়াও করেছে পুলিশ। ইতিমধ্যেই কাঁথিতে গুন্ডা চলে এসেছে। নন্দীগ্রামে এর আগেই চলে এসেছিল।”
তৃণমূল নেত্রী আরো বললেন, “ওরা নারী বিদ্বেষী। ওরা মহিলাদের নামে যাতা কথা বলে। এমনকি ওরে মা দুর্গা কেও গালাগালি দেয়। বিজেপির মত এত শয়তান দল গোটা ভারতবর্ষে নেই। ৩০ টা ভোট হলে ইভিএম দুবার বন্ধ হয়ে যায়। মেশিন খারাপ হলে পালাবেন না। মনে রাখবেন, ইউপি বিহারের পুলিশ আসবে। এরা করতে পারে না এমন কোন কাজ নেই। নিজের এলাকা ছেড়ে যাবেন না।”
এছাড়াও তৃণমূল নেত্রী বলেছেন, “২৮ মার্চ থেকে টানা পাঁচ দিন পর্যন্ত আমি নন্দীগ্রামে থাকছি। ভোট করে তারপরে যাব আমি। গুন্ডারা যদি বন্দুক নিয়ে দাঁড়ায় তাহলে মায়েদের বলবেন তারা হাতে যা পাবে তা নিয়ে লড়াই করতে। গুলির বদলে গুলি চালানো আমার রাজনীতি নয়। ক্যাস দিয়ে লাভ হচ্ছে না, গ্যাস দিয়ে লাভ হচ্ছে না। এবারে জেতার জন্য বিজেপি টাকা দিচ্ছে।” এছাড়াও এদিনের সভায় থেকে অমিত শাহ কে হোদল কুতকুত বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।