টেক বার্তা

সিঙ্গেল চার্জে মাইলেজ দেবে ১২০০ কিলোমিটার,বাজারের সেরা ইলেকট্রিক গাড়ি কিনুন মাত্র ৩.৫ লাখ টাকায় – ELECTRIC CAR

Wuling Hongguang Mini EV-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনের FAW তার Bestune ব্র্যান্ডের অধীনে Xiaoma Small Electric চালু করছে।

Advertisement

Advertisement

দিনের পর দিন ভারত তথা বিশ্ব বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন সাধারণ নাগরিক। হাজারও প্রতিকূলতা পার করে শখের গাড়ি ক্রয় করলেও জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে সেই গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তারা। ফলে বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ব বাজারে চোখে পড়ার মতো হারে কমেছে ডিজেল কিংবা পেট্রোল গাড়ির বিক্রি। তার বদলে দিনের পর দিন বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। আজকের নিবন্ধে আমরা আপনাদের সামনে এমন একটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যার প্রারম্ভিক মূল্য শুরু হয় ৩.৫ লাখ টাকায়। চলুন এই নিবন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisement

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, মূলত Wuling Hongguang Mini EV-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনের FAW তার Bestune ব্র্যান্ডের অধীনে Xiaoma Small Electric চালু করছে। চীনের ফার্স্ট অটো ওয়ার্কস (FAW) বেস্টুন ব্র্যান্ডের অধীনে Xiaoma Small নামে ইলেকট্রিক লঞ্চ করার মাধ্যমে মাইক্রো-ইভি সেগমেন্টে নিজেদের পদক্ষেপ দৃঢ় করার জোরদার প্রস্তুতি শুরু করেছে। আমরা আপনাদের বলে রাখি, চলতি বছরের এপ্রিলে সাংহাই অটো শোতে Bestune Xiaoma হার্ডটপ ভার্সন প্রাথমিকভাবে লঞ্চ করা হয়েছিল। তবে খুব শীঘ্রই এর প্রবর্তিত মডেল উপলব্ধ হবে চীনের বাজারে।

Advertisement

যদি এই আকর্ষণীয় গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্যের কথা বলি, তবে Bestune Xiaomi-এ একটি ড্রাইভার-সাইড এয়ারব্যাগ রয়েছে এবং এতে 3-দরজা কনফিগারেশন প্রদান করা হয়েছে। যদি গাড়িটির পরিমাপের কথা বলি, তবে গাড়িটি 3000 মিমি দৈর্ঘ্য, 1510 মিমি প্রস্থ, 1630 মিমি উচ্চতার সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি গাড়িটিতে অত্যাধুনিক বৈশিষ্ট্য গুলির মধ্যে রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে, ইউএসবি চার্জার পোর্ট, এলইডি হেডলাইট, এয়ার ব্যাগ, ডিজিটাল স্পিড মিটার, ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর সহ একাধিক অবিশ্বাস্য ফির্চাস।

Advertisement

Recent Posts