আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আপনি যদি একজন UPI ব্যবহারকারী হন তবে এই খবরটি আপনাকে খুশি করবে। রিজার্ভ ব্যাঙ্ক UPI লাইট ব্যবহারকারীদের জন্য লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং RBI দ্বারা UPI Lite চালু করা হয়েছিল। এটি UPI পেমেন্ট সিস্টেমের একটি সরলীকৃত সংস্করণ। কি এই UPI Lite? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
UPI ব্যবহারের সময় অনেকেই ফেল পেমেন্ট এর সমস্যায় পড়েন। এই সমস্যা থেকে মুক্তি পেতে লঞ্চ করা হয়েছে UPI Lite। এতে ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং ব্যর্থ হলে ব্যবহারকারীরা কোনও ধরণের সমস্যার সম্মুখীন হবেন না। UPI লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে UPI-তে অফলাইন পেমেন্ট শুরু হবে। MPC-তে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে, RBI গভর্নর বলেছেন যে ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অর্থ প্রদানের অভিজ্ঞতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। UPI লাইটের মাধ্যমে অফলাইন পেমেন্ট করা যাবে।
২০২২ সালে এই সিস্টেম চালু হলেও এতদিন এই মাধ্যমে দিনে সর্বোচ্চ ২০০ টাকা পাঠানো যেত। এবার সেই সীমা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। এই উদ্যোগ শুরু হয়ে যে দেশে ডিজিটাল পেমেন্ট অনেক বাড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, UPI ব্যবহারের মাধ্যমে এক দিনে সর্ব্বোচ ১ লাখ টাকা লেনদেন করা যায়।