৩১ শে ডিসেম্বরের পর এই লোকদের জন্য UPI বন্ধ হয়ে যাবে, আপনি কি এই ভুল করেছেন?

ভারতের বুকে যেকোন ছোট দোকান থেকে শুরু করে বড় জায়গায় পেমেন্টের জন্য ইউপিআই পরিষেবা পাওয়া যায়

Advertisement

Advertisement

বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। ভারতের তৈরি ইউপিআই এখন বিশ্বমাঝে সমাদৃত হচ্ছে। এখন দেশের বুকে যে কোন ছোট দোকান থেকে শুরু করে বড় বড় যেকোনো জায়গায় পেমেন্ট করার জন্য এই ইউপিআই পরিষেবা পাওয়া যায়। তাই এখন নিজের পকেটে অনেকেই নগদ টাকা রাখার প্রয়োজন মনে করছেন না। তবে আপনি যদি ইউপিআই ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি যে অনেকেই ৩১ ডিসেম্বর থেকে আর UPI লেনদেন করতে পারবেন না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI ব্যাঙ্ক এবং PhonePe এবং Google Pay এর মত অ্যাপকে প্রচুর মানুষের UPI লেনদেন ৩১ ডিসেম্বর থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কাদের ইউপিআই আইডি বন্ধ হবে? আপনিও কি আছেন? কি করতে হবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

UPI ID বন্ধ নিয়ে বেশি চিন্তার কিছু নেই। আসলে এমন UPI বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যেখান থেকে গত এক বছরে কোনও লেনদেন করা হয়নি। NPCI ব্যবহারকারীদের UPI বন্ধ করার আগে ইমেল বা বার্তার মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠাতে বলেছে। UPI লেনদেনকে আরও সুরক্ষিত ও নিরাপদ করতে এমন পদক্ষেপ নিচ্ছে NPCI। অনেক ভুল লেনদেনের অভিযোগ পেয়েছে NPCI। আর তাই নতুন বছরের শুরু অব্যবহৃত UPI লেনদেন আইডি বন্ধের মাধ্যমে হবে।

Advertisement

Recent Posts