উর্বশীর এই সেক্সি ক্যাটওয়াক দেখলে চোখ ফেরাতে পারবেন না (ভিডিও)

কৌশিক পোল্ল্যে: ভারত তথা আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরী প্রতিযোগিতার উর্বশীর স্থান অসম। ভারতবর্ষে সবচেয়ে বেশি সুন্দরী প্রতিযোগিতার খেতাব জেতার রেকর্ডটি রয়েছে তারই নামে। এর পাশাপাশি তিনি সোশাল মিডিয়াতেও বিভিন্ন পোস্টে ভক্তদের…

Avatar

কৌশিক পোল্ল্যে: ভারত তথা আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরী প্রতিযোগিতার উর্বশীর স্থান অসম। ভারতবর্ষে সবচেয়ে বেশি সুন্দরী প্রতিযোগিতার খেতাব জেতার রেকর্ডটি রয়েছে তারই নামে। এর পাশাপাশি তিনি সোশাল মিডিয়াতেও বিভিন্ন পোস্টে ভক্তদের মাতিয়ে রাখেন। কখনো সুন্দর পোশাকের ফটোশ্যুট শেয়ার করেন কখনো বা ক্যাটওয়াকে ছেনেন লাইমলাইট।

অতি সম্প্রতি ইনস্টাগ্রামে উর্বশী একটি ভিডিও শেয়ার করেন। সাদা রঙের শর্ট কোর্টে তার এই সুন্দর ক্যাটওয়াকে মুহূর্তেই দর্শকদের চোখ নিজের দিকে ঘুরিয়ে নেন। বর্তমানে বলিউডে আইটেম ডান্সারদের মধ্যে তিনি অন্যতম, ঝুলিতে রয়েছে অনেকগুলি হিট গান। অভিনয়েও মাতোয়ারা করতে পারদর্শী এই ‘সানাম রে’ গার্ল। ইনস্টাগ্রামে এনার ফলোয়ার সংখ্যা 10 মিলিয়ন যা ভারতীয় অঙ্কে 1 কোটি।

আরও পড়ুন : নিজের বেডরুম থেকে হট ছবি শেয়ার করলেন জ্যাকলিন

2015 সালে মিস ডিভা জেতার পরই এনার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। লস ভেগাসেও নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছেন তিনি।
উর্বশীর সুন্দর হট ভিডিওটি দেখে নিন আপনিও।

 

View this post on Instagram

 

YUMMY ♥️? 2020 ENERGY ? . . . . . . . . . . . . . . . . . #love #UrvashiRautela #Dubai #UAE

A post shared by URVASHI RAUTELA ??Actor?? (@urvashirautela) on