Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছিন্ন পোশাক, কপালের সিঁদুর! কেন এই অবস্থায় বলিউড অভিনেত্রীর?

কৌশিক পোল্ল্যে: স্টাইলের প্রাচুর্যে ভরপুর, বলি সুন্দরী উর্বশীকে সর্বদা ঝলমলে লুকেই দেখা যায়। তার বেডরুম লুক থেকে এয়ারপোর্ট লুক সবটাই পরিপাটি। তবে এভাবে প্রকাশ্যে আসবেন তিনি এমনটা বোধহয় কেউই ভাবতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: স্টাইলের প্রাচুর্যে ভরপুর, বলি সুন্দরী উর্বশীকে সর্বদা ঝলমলে লুকেই দেখা যায়। তার বেডরুম লুক থেকে এয়ারপোর্ট লুক সবটাই পরিপাটি। তবে এভাবে প্রকাশ্যে আসবেন তিনি এমনটা বোধহয় কেউই ভাবতে পারেননি।

এক ডি-গ্ল্যাম লুকে দেখা গেল উর্বশীকে। ছিন্ন তার পোশাক, কপালের সিঁদুরখানি ঘেঁটে গিয়েছে, ভীষন অগোছালো তার এই বেশভূষা। চোখের চাহনিতে ঠিকরে বেরোচ্ছে রাগ ও অসহায়তার চিহ্ন। হঠাৎ করে কেন এমন ছবি দিলেন তিনি? এপ্রশ্ন জাগছে সকলের মনে, যদিও সঠিক উত্তরটি এখনও স্পষ্ট নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : জিম লুকে প্রকাশ্যে শ্রীলেখা মিত্র, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি

তবে ছবিটি নিয়ে বেশ ট্রল করছেন কিছু ইউজাররা। তাদের বক্তব্য, “হার্দিক পান্ডিয়ার এনগেজমেন্টর দুঃখে পাগল হয়েছেন উর্বশী।” অনেকে মজা করে লিখছেন, “ঋষভ পান্থ উর্বশীকে ব্লক করে দেওয়ার তিনি এমনটা করেছেন জনসমক্ষে।” আবার কিছুজনের কথায়, “উর্বশী কুলদীপ যাদবের প্রেমে পাগল হয়ে গিয়েছেন।”

উল্লেখ্য এই সমস্ত ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছেন উর্বশী। তবে এ গুজবও শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ান অভিনীত আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া 2’ তে ‘মঞ্জুলিকা’ হিসেবে দেখা যেতে পারে উর্বশীকে সেই কারনেই এখন থেকে তৈরি হচ্ছেন তিনি।

About Author