Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমদিবসের প্রাক্কালে প্রেমের প্রস্তাব চেয়ে বসলেন উর্বশী রাউত্তেলা

কৌশিক পোল্ল্যে: প্রেমের বিষয়ে এই অভিনেত্রী একটু বেশিই এক্সটাঅর্ডিনারি, সেকারনেই ভারতীয় ক্রিকেট টিমের বহু ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে তার। কথা হচ্ছে উর্বশী রাউত্তেলাকে নিয়ে। প্রেমের বিষয়ে তার এই বহুমুখী দিকটি…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রেমের বিষয়ে এই অভিনেত্রী একটু বেশিই এক্সটাঅর্ডিনারি, সেকারনেই ভারতীয় ক্রিকেট টিমের বহু ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে তার। কথা হচ্ছে উর্বশী রাউত্তেলাকে নিয়ে। প্রেমের বিষয়ে তার এই বহুমুখী দিকটি জনসমক্ষে উঠে এল, জানান দিলেন তিনি নিজেই। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বেশ ভালোই ডেট করছিলেন তিনি, হার্দিকের ব্যাপারে মিডিয়ার সামনে বেশ কয়েকবার শুভ মন্তব্য করেন উর্বশী, যদিও কোনো এক অযাচিত কারনে এই সম্পর্ক পরিনতি পায়নি। হার্দিক বর্তমানে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজ্ড রয়েছেন। হার্দিক-নাতাশার এনগেজমেন্টে তাদেরকে খুশিমনে শুভেচ্ছা জানাতে ভোলেননি উর্বশী।

হার্দিকের সঙ্গে সম্পর্কবিচ্ছেদের পর মাঝে এও খবর এসেছিল উর্বশী নাকি ক্রিকেটার ঋষভ পান্থকে ডেট করছেন, যদিও ঋষভ উর্বশীর ব্যাপারে লেস ইন্টারেস্টেড, শোনা যায় ঋষভ সোশাল মিডিয়ায় উর্বশীকে ব্লক করে রেখেছেন, যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপর ভারতীয় বোলার কুলদীপ যাদবের সঙ্গে গুজবের মতো জড়িয়ে যায় উর্বশীর নামটি, কাজেই তিনি যে হন্যে হয়ে প্রেমিক খুঁজছেন একথা স্পষ্ট। এবার তো সে প্রমান তিনি নিজেই দিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পুলসাইটে ট্রান্সপারেন্ট পোশাকে উষ্ণতা ছড়ালেন ‘কহো না প্যায়ার হে’ ছবির নায়িকা

এক ভিডিয়োয় পুরোনো দিল্লিতে থাকাকালীন বেডরুমের মধ্যে করলেন এক ভিডিও, ক্যাপশনে লেখা, “প্রতিটা দিল্লির মেয়ে কাল এটাই করবে”। ভিডিয়োতে তিনি প্রকাশ্যে প্রেমের প্রস্তাব ছুঁড়ে দেন নেটিজেনদের কাছে। বারবার করে ‘আই লাভ ইউ’ বলার জন্য অনুরোধ করতে থাকেন তিনি। প্রেম দিবসের আগের মুহূর্তে উর্বশীর এই ভিডিও বেশ হইচই ফেলে দিয়েছে অবিবাহিত যুবকদের মনে, কমেন্টবক্সে তারই বহিঃপ্রকাশ ঘটছে প্রতিমুহূর্তে। নীচে রইল উর্বশীর সেই ভিডিওটি। চাইলে আপনিও প্রেমের প্রস্তাবটা দিয়ে দিতেই পারেন।

 

View this post on Instagram

 

A post shared by URVASHI RAUTELA ??Actor?? (@urvashirautela) on

About Author