মার্কিন বাহিনীই সবচেয়ে শক্তিশালী, সঠিক সময়েই জবাব দেব ইরানকে, ঘোষণা ট্রাম্পের
ইরানের সেনা কমান্ডার সোলেমানিকে হত্যার পর থেকেই আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। সোলেমানির শেষকৃত্য থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮ লক্ষ ডলার ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলার পর দু দেশের মধ্যে বাকযুদ্ধ বেড়েছে। কার্যত যুদ্ধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন রকেট হানায় সেনা কমান্ডার সোলেমানির মৃত্যুর পর ইরানের তরফে প্রত্যাঘাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সেই আশঙ্কাকে সত্যি করে গতকাল রাতে ইরাকে অবস্থিত দুটি সেনা ছাউনি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এরপরই কড়া প্রতিক্রিয়া দেন ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বকে আরও একবার তিনি মনে করিয়ে দেন যে, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী হলো মার্কিন সেনাবাহিনী।
আরও পড়ুন : আমেরিকার হামলার জবাব দিল ইরান, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের
মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে ‘অল ইজ ওয়েল’ লেখে তিনি ট্যুইট করেন, ‘ইরাকের দুটি মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সব ঠিকই রয়েছে।’ এরপরই যুদ্ধের দামামা বাজিয়ে তিনি বলেন, ‘সঠিক সময়েই জবাব দেব আমরা। ট্রাম্পের এই ঘোষণায় যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা।