অফবিট

ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের বদলে ব্যবহার করুন মেন্সট্রুয়েশন কাপ

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : আগেকার দিনের মা, ঠাকুমারা ঋতুস্রাবের সময় পাতলা কাপড় ব্যবহার করতেন। কিন্তু এখন সময় পাল্টেছে কাপড় নিয়ে মহিলারা অফিসে যাতায়াত করা এবং চারদিক সামলানো অসম্ভব হয়ে পড়ে, তাই তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন। প্যাড নিয়ে আমরা প্রতিটি মহিলারাই এখন অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু দীর্ঘক্ষণ প্যাড নিয়ে রাখার ফলে রক্তের রং অনেক সময় সবুজ হয়ে যায়, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর এমনকি এর ফলে আপনার জরায়ুতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। অনেক টা সময় কোথাও জার্নি করার ফলে হয়তো চেঞ্জ করার সময় বা সঠিক জায়গা থাকে না। সেজন্য অনেকক্ষণ একটানা একটা প্যাড নেওয়ার ফলে এরকম অবস্থা হতে পারে। তাই আপনি সহজেই ব্যবহার করতে পারেন মেনস্ট্রুয়েশন কাপ।

আরও পড়ুন : প্লাস্টিকের প্লেট এর জায়গায় শালপাতার থালা বানিয়ে, অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছে মহিলারা

এগুলি বেশ নমনীয় সিলিকন দ্বারা তৈরি। যোনির মধ্যে বেশ সহজেই ঢুকে যেতে পারে। মাসিকের সময় যে ঋতুস্রাব হবে না সে সময় এটি নিতে পারেন, নিয়ে দেখে নিতে পারেন। চার থেকে বারো ঘন্টা পর্যন্ত রক্ত গ্রহণ করার ক্ষমতা রাখে এই গুলি। এই কাপগুলি তারপরে বের করে ধুয়ে নিয়ে আবার পরবর্তীকালে জন্য ব্যবহার করা যেতে পারে। ঋতুস্রাব শেষ হয়ে গেলে সেই কাপটি কে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে পরবর্তী মাসের জন্য সংগ্রহ করে রাখা যেতে পারে। একটি কাপ ৫ বছর বা তার বেশি সময়ও ব্যবহার করা যেতে পারে। এককালীন খরচ টা হয়তো একটু বেশি হবে। স্বচ্ছ, গোলাপি, বেগুনি প্রভৃতি রংয়ের এই কাপগুলি হয়ে থাকে।

আরও পড়ুন : প্লাস্টিক এড়িয়ে যান, তৈরি হল বাঁশের বোতল

১৯৮৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম কাপ প্রথম তৈরি করা হয়েছে। তবে এখনো জনসাধারণের মধ্যে এই কাপগুলি সেই ভাবে ব্যবহৃত হয় না। এই নিয়ে মেয়েদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। বিশেষ করে অবিবাহিত মেয়েরা এটি ব্যবহার করতে চান না। কারণ তাদের কোথাও মনে হয় যে এগুলো ব্যবহার করলে তাদের কুমারীত্ব নষ্ট হতে পারে, অর্থাৎ হাইমেন ছিঁড়ে যেতে পারে। তবে এখনকার মেয়েদের উচিত সমস্ত কুসংস্কার বা পুরনো ধ্যানধারণা ছেড়ে বেরিয়ে আসা। যেটা তার শরীরের জন্য ভালো এমন কাপ কে বেছে নেওয়া তবে, কাপ ব্যবহার করা শুধু শরীর নয়, পরিবেশকেও অনেকটা সুস্থ রাখবে। কারণ স্যানিটারি ন্যাপকিন সহজে পরিবেশবান্ধব নয়। মাটিতে মিশতে সময় লাগে। অনেক জায়গায় প্যাড ও টেম্পন ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু আমেরিকার এমন অনেক জায়গা আছে যেখানে প্যাড এবং ট্যাম্পন দুটোকেই বাতিল করা হয়েছে। সেখানে শুধুমাত্র ব্যবহার করা হয় এই কাপগুলি। প্রতিটি উন্নয়নশীল দেশের মহিলাদের এগুলি করা প্রয়োজনীয়।

Related Articles

Back to top button