দেশনিউজ

আজ থেকে দেশজুড়ে বন্ধ প্লাস্টিকের ব্যবহার! জেনে নিন কি কি জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে!

Advertisement

“না গন্দগি করেঙ্গে, না করনে দেঙ্গে’- ২০১৪ সালে ২ অক্টোবর নতুন দিল্লির রাজঘাটে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একথা বলেন। পরিচ্ছন্নতার এই গণআন্দোলনের নেতৃত্বে দিতে গিয়ে, প্রধানমন্ত্রী দেশবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারতের যে স্বপ্ন গান্ধীজী দেখেছিলেন, তা পূরণ করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।

আর তাই আজ গান্ধীজয়ন্তীর দিন থেকেই স্বচ্ছ ভারত অভিযানের এক অঙ্গ হিসেবে দেশ জুড়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে মরিয়া কেন্দ্রীয় সরকার।আর ঠিক আজ থেকেই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে প্লাস্টিকজাত নানান পণ্যের উপর। কেন্দ্রীয় সরকার ২০২২সালের মধ্যে ভারতকে প্লাস্টিকমুক্ত করার এক চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে।

ঠিক কি কি জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা দেখে নেওয়া যাক এক ঝলকে:-
১.প্লাস্টিকের পতাকা, বেলুন, লজেন্সের মোড়ক।
২.প্লাস্টিকের চামচ,গ্লাস,বাতি ইত্যাদি।
৩.১৫০ এম এল অথবা ৫ গ্রামের কম পুরু প্লাস্টিকের পাত্র।
৪.২০০ এম এলের কম জল এবং অন্যান্য সফট ড্রিংক্স-এর বোতল।
৫. ৫০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক।
৬. প্লাস্টিকের ইয়ার বাডস।
৭.থার্মাকোলের তৈরি বিভিন্ন জিনিস যেমন থালা,গ্লাস,বাতি ইত্যাদি।
৮.প্লাস্টিকের স্ট্র, কফি এবং চায়ের কাপ ও অন্যান্য।

Related Articles

Back to top button