ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পুষ্টিগুণে ভরপুর কামরাঙ্গায় রয়েছে ভিটামিন সি প্রোটিন ও ম্যাগনেসিয়াম যা স্বাস্থ্য সুরক্ষায় উপকারী। কামরাঙ্গা তে থাকা এসকল উপাদান বিভিন্ন শারীরিক সমস্যা দূর করে থাকে। জেনে নিন কি কি সমস্যা দূরীকরণে কামরাঙ্গা উপযোগী –
প্রথমতঃ ভিটামিন সি’ এর পরিমাণ বেশী থাকায় কামরাঙ্গা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়া এটি জ্বর, গলা ব্যথা ইত্যাদির মতো সমস্যা সমাধানেও কার্যকরী। রক্তের শ্বেত কণিকা বাড়াতেও এটি সাহায্য করে থাকে।
দ্বিতীয়তঃ কামরাঙ্গার মধ্যে রয়েছে খুবই কম পরিমাণ ক্যালোরি যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া কামরাঙ্গা খাদ্য হজমেও বেশ উপকারী।
তৃতীয়তঃ কামরাঙ্গাতে থাকা পলিফেনোলিক উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এর মধ্যে থাকা আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
চতুর্থতঃ কামরাঙ্গাতে পটাশিয়াম ও সোডিয়াম এর পরিমাণ থাকায় এটি রক্তচাপ সঠিক রাখে। যার ফলে হৃদপিণ্ড ভালোভাবে কাজ করে।
পঞ্চমতঃ কামড়াঙ্গাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে থাকে।