ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকালকার দিনে প্রতিটা সম্পর্কে প্রেম যত বেশি বিচ্ছেদও ততই বেশি। আইনত বিচ্ছেদ, ডিভোর্সের সংখ্যা আজকাল খুবই বেড়ে গেছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ দম্পতির মধ্যেই বিয়ের আগে যতটা প্রেম ছিল বিয়ের পর তার বেশিরভাগটাই থাকছে না। কিন্তু কেনো এমন হচ্ছে? বিশেষজ্ঞরা তার কিছু কারণ বলেছেন। দেখে নিন।
১. ভালোবাসার অভাবঃ ৫০ শতাংশ ডিভোর্সের প্রধান কারণ হলো ভালোবাসার অভাব। বেশিরভাগ দম্পতির ক্ষেত্রেই তারা একই সাথে, একই ছাদের তলায় থাকছে কিন্তু তাদের মধ্যে কোনো টানই নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আদালতেও বেশিরভাগ দম্পতি এই কথাই বলেন।
২. নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিঃ শতকরা ৪৫ শতাংশ ডিভোর্সই হয় একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির ফলে। কেউ যখন নিজের জেদ ধরে বসে থাকেন তখন সেই সমস্যা সমাধান হওয়ার নয়। ভুল শোধরাবার বদলে একে অপরের ভুল ধরতেই দুজনে ব্যস্ত।
৩. মনের মিলঃ দুজন মানুষ কখনোই একই ধরণের হয় না। একে অপরের থেকে কিছু না কিছু আলাদা হবেই। তাই তাদের মধ্যে মনের মিল হওয়াটা খুবই জরুরি। আর এই মনের মিল না হলেই হয় ডিভোর্স।
৪. সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধা নেইঃ আজকাল এই জিনিসটা খুবই দেখা যায় যে, সম্পর্কে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সম্পর্কের প্রতি কোনোই শ্রদ্ধা নেই। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে, সহানুভূতি না থাকলে সেই সম্পর্কের কোনও জোর থাকে না। আর এক্ষেত্রেও ডিভোর্সই অনিবার্য।