Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের উত্তাল উত্তরপ্রদেশ! বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিক্ষোভে আটক ৩৫০০ এর বেশি

Updated :  Friday, December 20, 2019 10:23 PM

উত্তরপ্রদেশ : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কারণে উত্তরপ্রদেশের ১৪ টি জেলায় ইন্টারনেট এবং টেক্সট মেসেজিং পরিষেবা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৫০৫ জনকে হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ২০০ জন লখনউতে হেফাজতে রয়েছেন।

রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার অবস্তি শনিবার দুপুর ১২ টা পর্যন্ত সকল টেলিকম অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের এসএমএস এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা অস্থায়ীভাবে স্থগিতের জন্য আদেশ দিয়েছেন।

আরও পড়ুন : যদি CAB খুব ভাল হয়, তবে প্রধানমন্ত্রী কেন ভোট দেননি? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মমতার

তিনি বলেন, “শহরের শান্তি ও প্রশান্তি বিঘ্নিত করতে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ফেসবুকের অপব্যবহার করা হচ্ছে।এটি রোধ করার জন্য সমস্ত পরিষেবা বন্ধ করা হয়েছিল।”

লখনউ ছাড়াও অন্যান্য জেলাগুলি যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, সেগুলি হলে সাহারানপুর, মীরাট, শমলি, মুজফফরনগর, গাজিয়াবাদ, বরেলি, মৌ, সাম্ফল, আজমগড়, আগ্রা, কানপুর, উন্নাও ও মুরাদবাদ।

নাগরিকত্ব সংশোধন আইন এর বিরুদ্ধে বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১জন পুলিশ সহ ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।