নিউজদেশ

Vande bharat express: এত রং থাকতে কেন শুধু নীল, সাদা? বন্দে ভারত এক্সপ্রেসের রং এরকম কেন? জানালো রেল

এই মুহূর্তে ভারতে ৩টি রঙের ট্রেন রয়েছে

Advertisement

সাধারণত ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনের রং লাল, নীল ও মেরুন রঙের হয়। তবে, বন্দে ভারত এক্সপ্রেস এক্ষেত্রে কিছুটা হলেও আলাদা রকমের। এই ট্রেনটির রং সাদা ও নীল। সবদিক থেকেই যেহেতু এই ট্রেন একটু আলাদা, তার রঙের দিক থেকেও আলাদাই। কিন্তু, ভারতের এই ফ্ল্যাগশিপ ট্রেনের রং কেনো এতটা আলাদা জানেন কি? এর পিছনেও একটি বড়ো কারণ রয়েছে লুকিয়ে।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই ট্রেনটি সর্বপ্রথম দেখা গিয়েছিল। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের গতি অনেকটাই বেশি এবং এই ট্রেনে আপনি অনেক অত্যাধুনিক কিছু ফিচার পাবেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরি করা হয়েছে। এই ট্রেনের ডিজাইন অনেকটাই আলাদা ধরনের। ICF এর একজন ইঞ্জিনিয়ার জানিয়েছেন, এর আগে ক্রিম, লাল ও কালো রঙের মাধ্যমে এই ট্রেনের ডিজাইন তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে, শেষে এই সাদা রং ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এর আগে রেলে কখনোই সাদা রঙের কোনো ট্রেন নেই।

সেই ইঞ্জিনিয়ার আরো জানিয়েছেন, রেল কর্তৃপক্ষ এই ট্রেনটিকে বেশ আধুনিক ও বিলাসবহুল গাড়ির মত লুক দেয়ার চেষ্টা করেছিল। সেই কারণেই এই সাদা ও নীল রঙের ব্যবহার হয়েছিল। এছাড়া, বুলেট ট্রেনের রং অনেকটা এরকমই। সেই কারণেও এই ট্রেনের রং এরকম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button