ভারতের প্রতিটি রাজ্য ইতিমধ্যেই তাদের বন্ধে ভারত এক্সপ্রেস প্রায় পেয়ে গিয়েছে। কয়টি রাজ্য বাদ দিয়ে এখন ভারতের প্রতিটি রাজ্য থেকেই বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবথেকে বেশি বন্দে ভারত এক্সপ্রেস যে সমস্ত রাজ্যগুলি পেয়েছে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্য। তবে এবারে মহারাষ্ট্রের জন্য আরো একটি বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করে দেওয়া হলো ভারত সরকারের তরফ থেকে। ভারতের রেল দপ্তরের প্রতিমন্ত্রী রাও সাহেব দানভে জানিয়ে দিয়েছেন এবারে মহারাষ্ট্রের কোলাপুর থেকে নতুন একটি বন্দে ভারত ট্রেন চালু হবে। তিনি বলেছেন, দুই মাসের মধ্যে বন্দে ভারত’ ট্রেন চালু করা হবে মহারাষ্ট্রের এই রুটে। দানভে কোলহাপুর থেকে মুম্বাই রুট ধরে চলাচলকারী নতুন মহালক্ষ্মী এক্সপ্রেস ট্রেনের সূচনা অনুষ্ঠানেই এই ঘোষণা করেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংসদ ধনঞ্জয় মহাদিক, ধৈর্যশীল মানে, সঞ্জয় মণ্ডলিক প্রমুখ।
দানভে বলেছেন, কোলহাপুর থেকে মুম্বাই যাওয়ার জন্য ‘বন্দে ভারত’ ট্রেনই সবচেয়ে ভালো বিকল্প হবে। এই ট্রেনটি মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রাপথ সম্পূর্ণ করে দেবে। গত বছর ২০২৩ সালে ভারতীয় রেলওয়ে ৩৪টি বন্দে ভারত’ ট্রেন চালু করেছে। চলতি বছর দেশজুড়ে ৬০টি নতুন ‘বন্দে ভারত’ ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে। এই নতুন ট্রেন গুলি ১৪টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হবে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো জম্মু এবং কাশ্মীর।
বন্দে ভারত’ ট্রেনগুলি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে। এই ট্রেনগুলিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ‘বন্দে ভারত’ ট্রেন চালুর ফলে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। এই ট্রেনগুলিতে ভ্রমণ করার সময় সময় এবং অর্থ দুটোই বাঁচবে। এছাড়াও, বন্দে ভারত’ ট্রেনগুলি থেকে পরিবেশেরও উপকার হবে। এই ট্রেনগুলি থেকে দূষণ কম হয়।