নিউজদেশ

Vande Bharat Local: এবার বাংলায় শিয়ালদহ থেকে লোকাল ট্রেনের রুটে ছুটবে বন্দে ভারত, কোথায় কোথায় দাঁড়াবে?

শিয়ালদহ থেকে লালগোলা অব্দি চলবে নতুন বন্দে ভারত মেট্রো

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। হাওড়া থেকে ইতিমধ্যেই চালু হয়েছে ২ টি বন্দে ভারত ট্রেন। এবার এই পরিষেবা আরও একধাপ এগিয়ে বাংলায় আনা হচ্ছে বন্দে ভারত মেট্রো। পূর্ব রেল শিয়ালদহ স্টেশন থেকে এই নতুন বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে।

রেল সূত্রের খবর এবার পূর্ব রেল শিয়ালদহ থেকে লালগোলা অব্দি চালাবে নতুন বন্দে ভারত মেট্রো। এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ২৩০.৯৮ কিমি। ট্রেনটি মাঝখানে নৈহাটি জংশন, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ স্টেশনে থামবে এই ট্রেনটি। সকাল ৯টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়তে পারে। ফিরতি পথে লালগোলা থেকে ট্রেনটি ছাড়তে পারে দুপুর ৩টে ৫০ মিনিটে। ট্রেনটিতে মোট ৮টি কোচ থাকবে। এই ট্রেনটির যাত্রাপথে গড় গতিবেগ থাকবে ৫২.৩০ কিমি/ঘন্টা।

শিয়ালদহ থেকে ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনই ছাড়বে। মোট সময় লাগবে ৪ ঘণ্টা ২৫ মিনিট। শিয়ালদহ থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রানাঘাট পৌঁছবে ১০টা ৫০ মিনিটে। সেখান থেকে ১০টা ৫২ মিনিটে ছেড়ে সেই ট্রেনটি কৃষ্ণনগরে পৌঁছবে ১১টা ৩৩ মিনিটে। সেখানে ২ মিনিট দাঁড়িয়ে ট্রেনটি লালগোলায় পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে লালগোলা থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিটে। ট্রেনটি কৃষ্ণনগরে গিয়ে পৌঁছবে ৬টার সময়। সেখানে ৫ মিনিট দাঁড়িয়ে ৬টা ৫ মিনিটে ফের গড়াবে ট্রেনের চাকা। এরপর ট্রেনটি ৬টা ৩৩ মিনিটে রানাঘাটে পৌঁছবে। শিয়ালদায় ট্রেনটি পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে।

Related Articles

Back to top button