ভারতীয় রেলওয়ে তাদের বিভিন্ন ট্রেনের জন্য অত্যন্ত বিখ্যাত। ভারতের রাজধানী শতাব্দী সুপারফাস্ট এবং বন্দে ভারতের মতো বেশ কিছু ট্রেন চলাচল করে যেগুলি সুবিধা এবং গতির জন্য অত্যন্ত পরিচিত। দেশে হাজার হাজার যাত্রীবাহী ট্রেন চললেও সেগুলিতে যাতায়াত করা একটু হলেও কঠিন। দ্বিতীয় শ্রেণীর ট্রেন এবং কোচে খুব বেশি সুবিধা পাওয়া যায় না। অনেক শহরতলির যাত্রীবাহী এবং লোকাল ট্রেন দিল্লি-মুম্বাই সহ অনেক বড় বড় শহরগুলিকে সংযুক্ত করে। ছোট শহরগুলো থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষ ব্যবসা করার জন্য বা চাকরির জন্য এই ট্রেনে যাতায়াত করেন। তবে এই ধরনের ট্রেনে যাতায়াত করা একটু সমস্যার।
তবে এবারে যাত্রীবাহী ট্রেনের চেহারা একেবারে পাল্টে যেতে চলেছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে মেমুর পরিবর্তে বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। এই ট্রেন হলো বন্দে ভারতের নতুন ডিজাইন যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। এই মেট্রোতে নানা রকমের বিলাসবহুল সুবিধা আপনি পাবেন। ৩০০ জন যাত্রী বসার জায়গা থাকবে এই মেট্রোতে। বন্দে ভারত মেট্রো ট্রেনগুলি সাধারণত ১০০ কিলোমিটার এর মধ্যে দূরত্ব অতিক্রম করতে পারবে। প্যাসেঞ্জার ট্রেন নিজের জায়গায় থাকবে। কিন্তু যারা এই ধরনের মেট্রো চড়তে চাইবে তারা এই মেট্রোতে উঠতে পারবেন।
বন্দে ভারত মেট্রোতে স্বয়ংক্রিয় দরজা এলসিডি ডিসপ্লে সিসিটিভি ক্যামেরা এমার্জেন্সি টকব্যাক এর মত বেশ কিছু সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই ট্রেন পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হতে পারে। একই সময়ে ফেব্রুয়ারি ২০২৪ থেকে সাধারণ মানুষ এই ট্রেনে চড়তে পারবেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে যে সমস্ত রুটে মেমু ট্রেন চলে সেই সব রুটে এই বন্দে ভারত ট্রেন চালানো হবে। সরকার ২০২৪-২০২৫ সালে বন্দে ভারত ট্রেনের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে। এই ট্রেনের লক্ষ্য হবে মূলত চাকরিজীবি এবং ছাত্রদের আরামদায়ক ভ্রমণ প্রদান করা।