Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Vande Bharat Metro: আর সাধারণ ট্রেন নয়, বন্দে ভারত মেট্রোতেই যাওয়া যাবে দীঘা! বড় আপডেট রেলের

Updated :  Friday, May 17, 2024 6:32 PM

ভারতীয় রেল পরিষেবার গৌরব বন্দে ভারত ট্রেন। আধুনিক ভারতের চিহ্নবাহী এই ট্রেন যাত্রীদের পরিষেবা এবং পরিবহন ব্যবস্থায় নয়া দিগন্ত খুলে দিয়েছে। এবার চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই দেশবাসীকে এই বন্দে ভারত মেট্রো উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বারের জন্য কেন্দ্রে সরকার গঠনের পরেই এই নতুন ট্রেন উদ্বোধন হতে পারে। তবে শেষ পর্যন্ত কী হবে না হবে তা নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপরে।

বন্দে ভারত ট্রেনের পর বন্দে ভারত মেট্রো চালু হওয়ার চর্চা অনেক দিন ধরেই চলছে। সূত্রের খবর, দক্ষিণ পূর্ব রেলের ১৯ রুটে ছুটতে পারে বন্দে ভারত মেট্রো। তাই এই এই জোনের অন্তর্ভুক্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের স্টেশনে চালানো হয়েছে একটি সমীক্ষা। রেল সূত্রে খবর, টাটানগর থেকে গয়া এবং হাওড়া থেকে ধানবাদ রুটে চালানো হতে পারে বন্দে ভারত মেট্রো।

উল্লেখ্য, বর্তমানে টাটানগর স্টেশন হয়ে হাওড়া পর্যন্ত চলছে বন্দে ভারত ট্রেন। তবে এই নতুন পরিকল্পনার ফলে রাঁচি, রাউরকেল্লা, বোকারো, আসানসোল, খড়গপুর, দীঘা, বালাসোরের মতো রুটেও বন্দে ভারত মেট্রো ট্রেন চালানো সম্ভব হবে। এমনটাই জানানো হয়েছে রেলের সূত্রে। খুব শীঘ্রই নাকি এই রুট গুলিতে বন্দে ভারত মেট্রো ট্রেনের ট্রায়াল রান চালু হয়ে যাবে। সেক্ষেত্রে রাজ্যগুলির পর্যটন ক্ষেত্রেও বড় বদল আসবে বলেও আশা করা যাচ্ছে।

বন্দে ভারত মেট্রো ট্রেনে থাকছে অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি যা যাত্রীদের মেট্রো সফরকে আরামদায়ক বানানোর জন্যই ব্যবহার করা হয়েছে। জানা যাচ্ছে, এসি কোচের পাশাপাশি এই মেট্রোতে থাকছে স্বয়ংক্রিয় দরজা এবং আপদকালীন অ্যালার্ম সিস্টেম। ২০০ কিমি দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই বন্দে ভারত মেট্রোর গতি আপাতত রাখা হচ্ছে ঘন্টায় ১৬০ কিমি। দুটি শহরের মধ্যে সংযোগকারী রুটে চালানো হবে বন্দে ভারত মেট্রো। রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত মেট্রো তৈরিতে ব্যবহৃত হয়েছে একেবারে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে যেমন দ্রুত গতি তুলতে পারবে ট্রেন, তেমনি দ্রুত গতি কমিয়েও ফেলতে পারবে। এর ফলে কম সময়ে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে মেট্রো।