৪ ঘন্টার বদলে মাত্র ১৪ মিনিটে পরিষ্কার হবে বন্ধে ভারত, প্রতিবন্ধী যাত্রীরাও পাবেন এক বিশেষ সুবিধা
জাপানের বুলেট ট্রেনের কথা জানেন প্রায় সকলেই। এই ট্রেন মাত্র ৭ মিনিটেই পরিষ্কার করা হয়। এই নিয়ে একাধিক সংবাদও হয়েছে। তবে এবার জাপানের বুলেট ট্রেনের থেকে অনুপ্রাণিত হয়েই মাত্র ১৪ মিনিটে পরিষ্কার করা হবে ভারতের অন্যতম অত্যাধুনিক বন্দে ভারত। শনিবার ৩০-শে সেপ্টেম্বর বিশেষ সরকারি সূত্র মারফতই খবর প্রকাশ্যে এসেছে। পাশাপাশি প্রতিবন্ধী যাত্রীদের জন্যও রয়েছে সুখবর। এই নিবন্ধের সূত্র ধরে সেইসমস্ত বিষয় বিস্তারিতভাবেই জানানো হবে।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ১-লা অক্টোবর থেকেই শুরু হচ্ছে ‘স্বচ্ছতা হি সেবা’। ভারতের টার্মিনাল স্টেশনগুলিতেই শুরু হয়েছে ১৪ মিনিটে ট্রেন পরিষ্কার করার জাদুই প্রকল্প। রবিবার ১-লা অক্টোবর দিল্লির ক্যান্টনমেন্ট স্টেশনেই এই প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
জানা গেছে, উদ্বোধনের পর থেকেই সারা ভারত জুড়ে ৩২-টিরও বেশি বন্দে ভারত ট্রেন এই পরিচ্ছন্নতা প্রকল্পের আওতায় আসবে। যার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ১-লা অক্টোবর থেকেই। উল্লেখ্য এই ট্রেনে সমস্ত প্রতিবন্ধী যাত্রীদের জন্য বসানো হয়েছে একটি র্যাম্পও।
এএনআইকে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, আগে এই ট্রেন পরিষ্কার করতে ৩-৪ ঘন্টা সময় লাগতো। তবে এবার থেকে সেই প্রক্রিয়া মাত্র ১৪ মিনিটেই সম্পন্ন করা হবে। প্রতিটি ট্রেনের কোচ পরিষ্কার করার জন্য মোট ৪ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে অত্যাধুনিক ট্রেনের পরিছন্নতা নিয়ে উন্নতির ইঙ্গিত দিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। তবে এই মুহূর্তে সাম্প্রতিক পরিচ্ছন্নতার প্রচেষ্টা যদি সফল হয়, তবে রেলমন্ত্রকের পরিকল্পনা কার্যকরী রূপেই প্রমাণিত হবে।