আইপিএলের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে বেশ কড়া টক্কর হতে চলেছে। দুই দলই ব্যাটিংই বেশ শক্তিশালী, দুই দলেই রয়েছে বেশ কয়েকজন পাওয়ার হিটার। তবে রাজস্থান রয়েলসের মারকাটারি ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে নাইট শিবির। কারণ রাজস্থান তাদের গত দুই ম্যাচেই ২০০ এর বেশী রান করেছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১৬ রান করে তারা।দ্বিতীয় ম্যাচে তো আবার ২২৪ রানের লক্ষ্য তাড়া করে জিতে রেকর্ড তৈরি করে তারা। রাহুল তিওতিয়া এক ওভারে পাঁচটি ছয় মারেন বিশ্বমানের বোলার সেলড্রন কটরেল কে। এহেন রাজস্থানের ব্যাটিংকে আটকানো বড় চ্যালেঞ্জ হবে নাইট অধিনায়ক দিনেশ কার্তিকের সামনে।
তবে যেহেতু দুবায়ের মাঠের বাউন্ডারি বড় এবং রাজস্থানের আগের ম্যাচ গুলি খেলা হয়েছে ছোটো বাউন্ডারি যুক্ত মাঠে। এবং দুবায়ের উইকেট স্পিন বোলারদের সাহায্য করে তাই তিওতিয়া, স্যামসন কে আটকাতে নিজেদের প্রধান শক্তি স্পিন বোলিংয়ের উপরই ভরসা রাখছে কোলকাতা। সুনীল নারিন এবং কুলদীপ যাদব এই দুই বিশ্বমানের স্পিনার রয়েছে কোলকাতার দলে। তবে আজ নাইট অধিনায়কের তুরুপের তাস হয়ে উঠতে পারেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুন চক্রবর্তী। গত বছর তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সবার নজরে আসেন তিনি। তাকে রেকর্ড পরিমান ৮.৪ কোটি টাকা দিয়ে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
কিন্তু প্রথম ম্যাচেই বার্থ হন তিনি। তারপর আর সুযোগ পাননি বরুন। তাঁকে এই বার ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে নাইট রাইডার্স। গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ভালো বোলিং করেছিলেন তিনি। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন তিনি। তিনি বেশি ম্যাচ না খেলায় তাঁর বোলিং সম্পর্কে অপরিচিত বেশিরভাগ ব্যাটসম্যান। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইবেন নাইট অধিনায়ক। শুরুর দিকে বরুনকে ব্যবহার করে স্যামসং, বাটলার ও স্মিথের উইকেট তুলে নিতে চাইবেন তিনি। এখন দেখার এই পরিকল্পনা কতটা কার্যকরি হয়।