বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে সঙ্কটজনক হলেও কিছুটা স্থিতিশীল। বেলভিউ নার্সিং হোম সূত্রে জানা গেছে,এই মুহূর্তে ষোলো জন চিকিৎসকদের বিশেষ একটি টিম তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখছেন। অভিনেতার এখনও হালকা জ্বর রয়েছে এবং মূত্রনালী ও ফুসফুসের সংক্রমণ কিছুটা কমেছে। কিছু ক্ষণ আগে সৌমিত্রবাবুর কন্যা পৌলমী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল রয়েছে। সকালে বাইপ্যাপ ভেন্টিলেটর সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত ডাক্তাররা ইনভেসিভ ভেন্টিলেশনের কথা ভাবছেন না। সৌমিত্রবাবুর সুস্থতা কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পৌলমী।
কিছুক্ষণ আগে অবধি চিকিৎসকদের সূত্রে জানা গেছিল, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। এছাড়া তাঁর ফুসফুস ও মস্তিষ্কে ক্যান্সারের সংক্রমণ শুরু হয়েছে,বলে জানা গেছিল।
এই মুহূর্তে নার্সিং হোম সূত্রে জানা গেছে যে, কাল অভিনেতার এম.আর.আই ও সিএসএফ রিপোর্ট বিশ্লেষণ করবেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সৌমিত্রবাবুর শরীরে দুই বার প্লাজমা থেরাপির প্রয়োগ করা হয়েছে। তবে তাঁর হার্টরেট এখনো অনিয়মিত। অভিনেতার শরীরের সোডিয়াম ও পটাশিয়াম লেভেল-ও নর্মাল নয়। সৌমিত্রবাবুর স্নায়ু সংক্রান্ত সমস্যা এখনও রয়েছে। তাঁর স্নায়ুজনিত অস্থিরতা এখনও কাটেনি। সৌমিত্রবাবু এখনও তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। আগামীকাল ফের তাঁর করোনা পরীক্ষা হবে।