Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mobile Recharge: এয়ারটেলের পর দাম বাড়িয়ে দিল ভোডাফোন-আইডিয়া! দাম বাড়ছে প্রিপেড প্ল্যানও

পরের মাস নয় বরং চলতি মাসের শেষেই আপনার মোবাইলের খরচ বাড়তে চলেছে। ফোনের রিচার্জের টাকা ফের বাড়ছে। সোমবার রিচার্জের টাকা বাড়ার কথা ঘোষণা করেছে এয়ারটেল। এবার এয়ারটেলেত পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও।…

Avatar

By

পরের মাস নয় বরং চলতি মাসের শেষেই আপনার মোবাইলের খরচ বাড়তে চলেছে। ফোনের রিচার্জের টাকা ফের বাড়ছে। সোমবার রিচার্জের টাকা বাড়ার কথা ঘোষণা করেছে এয়ারটেল। এবার এয়ারটেলেত পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও। আগামী ২৫ নভেম্বর থেকে বাড়ছে ভি-এর প্ল্যানের দাম। প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। এই টেলিকম সংস্থার তরফে প্রকাশ করা হবে তাদের নতুন প্ল্যান।

বৃহস্পতিবার গ্রাহকদের জন্য লাগু হবে এই নতুন প্ল্যান। এয়ারটেলের পর ভোডাফোনের এইভাবে ফোন রিচার্জের মূল্যবৃদ্ধি দেখে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এয়ারটেল জানিয়েছে, এই মুহূর্তে দেশে 5G চালু করা প্রয়োজন। আর এই নতুন পরিকাঠামো তৈরির জন্যই রিচার্জের দাম বাড়ানো হয়েছে। সুনীল ভারতী মিত্তলের মালিকানাধীন টেলিকম কোম্পানির মালিক জানিয়েছে, বেসিক প্যাকের দাম কমপক্ষে ৩০০ টাকা হওয়া উচিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Mobile Recharge: এয়ারটেলের পর দাম বাড়িয়ে দিল ভোডাফোন-আইডিয়া! দাম বাড়ছে প্রিপেড প্ল্যানও

ই টেলিকম সংস্থারই বিপুল অঙ্কের এজিআর বকেয়া রয়েছে। তবে আপাতত সেটা চার বছরের জন্য স্থগিত রয়েছে৷ ভোডোফোন-আইডিয়া ওরফে ভি তার প্রিপেড প্ল্যানগুলির দাম ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। সংস্থা জানিয়েছে, এই দাম বৃদ্ধির ফলে সংস্থার ব্যবহারকারী প্রতি গড় আয় আরো উন্নত হবে। আর্থিক সংকটের সম্মুখীন দুই শিল্পক্ষেত্রকে এটি ঘুরে দাঁড়াতে সাহায্য করবে৷

একনজরে দেখে নিন পুরনো ও নতুন দাম :

১. এখন ভোডাফোন আইডিয়া লিমিটেডের বেসিক প্যাক ৭৯-এর পরিবর্তে ৯৯ টাকায় শুরু হবে।

২.সর্বাধিক ব্যবহৃত দৈনিক ১.৫ জিবি ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা। আর ভ্যালিডিটি থাকবে আগের মতোই ২৮ দিনের।

৩.১ জিবি ডেটা প্যাকের জন্য আগের ২১৯ টাকা থেকে পরিবর্তে ২৬৯ টাকা হবে।

৪.২৯৯ টাকার ২ জিবি ডেটা প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন। ২৫ নভেম্বর থেকে দাম বেড়ে হবে ৩৫৯ টাকা।

৫. ৪৪৯ টাকার প্যাকে ৫৬ দিন ধরে প্রতিদিন ২ জিবি করে ডেটা মিলত। এখন একই প্যাকের জন্য গ্রাহককে ৫৩৯ টাকা খরচ করতে হবে।

৬.৫৬ দিনের ১.৫ জিবি ডেটা প্যাকের জন্য ৩৯৯ টাকার পরিবর্তে ৪৭৯ টাকা দিতে হবে।

৭. ৮৪ দিনের প্রতিদিন ২জিবি ডেটা প্যাকটির দাম এতদিন ৬৯৯ টাকা ছিল। ২৫ নভেম্বর থেকে সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে।

৮.৮৪ দিনের প্রতিদিন ১.৫ GB ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। এবার সেটা বেড়ে থেকে ৭১৯ টাকা হবে।

৯. ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪ জিবি ডেটার জন্য আপনাকে ১,৭৯৯ টাকা খরচ করতে হবে।

১০.টপ আপ প্যাকগুলিরও দাম সংশোধন করা হয়েছে। ২৮ দিন ভ্যালিডিটির ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে ৫৮ টাকা হবে।

About Author