ভাইরাল & ভিডিও

২৫ ফুটের লম্বা সাপ উদ্ধার ওড়িশার গ্রামে, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ (Watch Video)

প্রচুর মানুষ এই সাপের ভাইরাল ভিডিওটি দেখেছেন

Advertisement

সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।

তাই মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন্তু-জানোয়ার এই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। আসলে এখনকার দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন আট থেকে আশি সকলেই। তাই তো কোনো কিছু অবাক করা ঘটনা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের জানাবো।

সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ অন্যধরনের। অনেকেই হয়তো এরকম ঘটনা নিজের চোখে কখনোই দেখেননি। যেই ভাইরাল ভিডিওটি বলছি তাতে দেখা গেছে ২৫ ফুটের এক লম্বা কোবরা সাপকে। এই ভিডিওটি ওড়িশার একটি গ্রামের। দুই ব্যক্তি উদ্ধার করেন ওই বিশাল সাপকে। সাপটিকে উদ্ধার করতে রীতিমত বেগ পেতে হয় ওই কর্মীদের। তারা এই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। এই সাপ উদ্ধারের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। আপনিও এই বিশাল কোবরা সাপকে দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Related Articles

Back to top button