ক্রিকেটখেলা

আজ বিজয় হাজারের ফাইনাল, মুখোমুখি দক্ষিণ ভারতের দুটি দল তামিলনাড়ু এবং কর্ণাটক

Advertisement

তড়িৎ ঘোষ : ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট গুলির মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট হলো বিজয় হাজারে ট্রফি। ৫০ ওভারের এই প্রতিযোগিতার এবারে সংস্করণে আজ ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দক্ষিণ ভারতের দুটি দল তামিলনাড়ু এবং কর্ণাটক।

২০০২-২০০৩ ক্রিকেট বর্ষে এই প্রতিযোগিতা নতুনভাবে সাজানোর পর থেকে তামিলনাড়ু পাঁচবার এই ট্রফি ঘরে তুলেছে এবং কর্ণাটক জিতেছে তিনবার। আরেকটি মজার বিষয় হল দুটি দলই যতবারই ফাইনালে উঠেছে ততোবারই ট্রফি জিতেছে। এবার কোনো অঘটন না ঘটলে একটি দলকে হারতেই হচ্ছে।

দীনেশ কার্তিক পরিচালিত তামিলনাড়ু টিমে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শংকর, মুরলী বিজয় এর মতো জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার। অন্যদিকে মনীশ পান্ডে পরিচালিত কর্ণাটক টিমেও রয়েছে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার এর মতো তারকা ক্রিকেটার। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে একটি অত্যন্ত হাড্ডাহাড্ডি ফাইনাল উপহার পেতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button