Today Trending Newsদেশনিউজ

হিংসার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে দেশ জুড়ে চলা বিক্ষোভের মাঝে মন কি বাত অনুষ্ঠানে তিনি বললেন, ‘হিংসার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবেনা।’ দেশের সব নাগরিককে ঐক্য বজায় রাখতে হবে বলেও তিনি বলেন মন কি বাত অনুষ্ঠানে। অন্যান্য মন কি বাত অনুষ্ঠানের মতো গতকালের মন কি বাত সকাল ১১ টার বদলে শুরু হয় সন্ধ্যা ৬ টায়। প্রথমেই তিনি সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তারপর শুরু করেন তাঁর এদিনের মন কি বাত।

প্রধানমন্ত্রী গতকালের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে সহিংসতা কখনই কোনও সমস্যার সমাধান করে না। নতুন ভারত গড়ার জন্য দেশের মানুষকে একত্রিত হওয়া দরকার। উত্তর-পূর্বাঞ্চলের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছরে এই অঞ্চল গুলিতে বিদ্রোহ অনেকাংশে হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, উত্তর-পূর্বের বিদ্রোহ থামার পিছনে মূল কারণ হল ওই অঞ্চলের প্রতিটি ইস্যু সৎ ও শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।

আরও পড়ুন : গেরুয়া শিবিরে খুশির খবর, দেশজুড়ে মোদীর জনপ্রিয়তা প্রথম

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি যে কেউ হিংস্রতা ও অস্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন তাদের মূলধারায় ফিরে আসার আবেদন করছি। তাদের নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস থাকা উচিত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য আমি তাদের সকলকে আহ্বান জানাচ্ছি।’

সমাধানের সন্ধানের জন্য আলোচনার গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একবিংশ শতাব্দীতে বাস করি যা জ্ঞান, বিজ্ঞান এবং গণতন্ত্রের যুগ। আপনি কি এমন কোনও জায়গার কথা শুনেছেন যেখানে সহিংসতার ফলে জীবন আরও উন্নত হয়েছে? তাই সহিংসতা কখনই কোনও সমস্যার সমাধান হতে পারে না। পৃথিবীর কোনও সমস্যাই আর একটি সমস্যা তৈরি করে সমাধান করা যায় না। তাই আসুন আমরা একত্রে একটি নতুন ভারত বানাই, যেখানে প্রতিটি ইস্যু শান্তির মাধ্যমে সমাধান করা হবে। সংহতিই প্রতিটি ইস্যু সমাধানের মূল বিষয় হবে যেখানে।’

Related Articles

Back to top button