আম্রপালি-নিরাহুয়ার রোমান্সে মজেছে গোটা নেটদুনিয়া, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও নিরাহুয়ার দেখা মিলেছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির…

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও নিরাহুয়ার দেখা মিলেছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে অনেক।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি এই গানে তাকে ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা নিরাহুয়ার সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের।

উল্লেখ্য, এই দুই তারকাকে ‘নয়না কে বাণ জবসে চলল হবে’এর সাথে রোমান্স করতে দেখা গিয়েছে। ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে এই গানের ভিডিওটি। গানটি লিখেছেন, পেয়ারে লাল যাদব। কন্ঠে ছিলেন, অলক কুমার ও কল্পনা। সম্প্রতি এই গানটিও বেজায় হিট করেছে ঐখানকার মানুষের মাঝে।

সম্প্রতি নেটিজেনদের মাঝে এই ভিডিওটি ভাইরাল হলেও এটি বেশ কয়েকবছরের পুরনো একটি ভিডিও। প্রায় ৫ বছর আগে এই ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি। নিজেদের প্রিয় জুটিকে আবারও একসাথে দেখতে চাইছেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিও ভাইরাল হয়েছে আবারও। এই মুহূর্তে এই ভিডিওর ভিউজ, ১৭ লাখ। ৫ বছর পার হয়ে গেলেও এই ভিডিও এবং এই গানের জনপ্রিয়তা ঐখানকার দর্শকদের মধ্যে কমেনি এখনও। সকলের জন্য এই ভিডিওটি রইল আবারো, দেখে নিন।