মুম্বাইয়ের থৈথৈ রাস্তার জলে ভেসে যাচ্ছে দুই যুবক, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - মুম্বাই ভাসছে বন্যার জলে। শেষ দু দিনের বৃষ্টিতে অনেক জায়গাতেই হাঁটু সমান এর ওপর দিয়ে জল বইছে। এমনিতেই মহারাষ্ট্রে করোনার প্রকোপ যথেষ্ট বেশি। সেই করোনার আবহে এবার…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – মুম্বাই ভাসছে বন্যার জলে। শেষ দু দিনের বৃষ্টিতে অনেক জায়গাতেই হাঁটু সমান এর ওপর দিয়ে জল বইছে। এমনিতেই মহারাষ্ট্রে করোনার প্রকোপ যথেষ্ট বেশি। সেই করোনার আবহে এবার মুম্বাই ভেসে গেল বন্যার জলে। কিন্তু এই দুঃখের মাঝেও অনেকেই আছেন মজা করতে হয়ত ভালোবাসেন।

ভেসে যাওয়া জলের মধ্যে ম্যাট্রেস এর মতন দেখতে একটা কিছুর ওপরে দুই যুবক ভেসে ভেসে চলে যাচ্ছেন। ভিডিওটি টুইটারে শেয়ার করার পরে কেউ একজন লিখেছেন -‘চিল মার টেনশন নালে’ মুম্বাই স্টাইল।

চারিদিকে মানুষের মনের অবস্থা সত্যিই খুব খারাপ। করোনার প্রকোপ দিনে দিনে বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগেও চারিদিক ছারখার হতে বসেছে। তার মাঝে এইটুকু আনন্দ করে যদি নিজেরা ভালো থাকা যায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটা মানুষের মুখে হাসি ফোটানো যায় তাহলেই বা কম কি।