ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Viral Video: বাইকে শুয়ে স্টান্ট করছিল এক যুবক, হটাৎ সামনে চলে এল একটি গাড়ি, তারপর যা হল…

৩০ লাখের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটিতে লাইক দিয়েছেন

Advertisement

প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা মানবজাতি এখন ডিজিটালাইজেশনে মেতে উঠতে চাইছে। আট থেকে আশি সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আর স্মার্টফোন ব্যবহার করলে এটা স্বাভাবিক যে সে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিওর। ১৫ বা ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে পোস্ট করলে তা অপেক্ষাকৃত বেশি ভাইরাল হয়। তাই প্রায় সকল বয়সের মানুষই আজকাল এই শর্ট ভিডিও বানানোর নেশায় মত্ত হয়েছেন।

তবে জনপ্রিয়তার খিদে মেটাতে অনেকেই রিল বানানোর জন্য নিজের জীবনের বাজি রাখেন। কেউ অবাক করা কিছু স্টান্ট করে বা কেউ প্রাণের বাজি রেখে দুঃসাহসিক কিছু কাজ করে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করেন। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এমন একটি দুঃসাহসিক ভিডিও দেখা যাচ্ছে, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। আজকাল চলন্ত বাইকে স্টান্টের ভিডিও দেখা সোশ্যাল মিডিয়ায় সাধারণ হয়ে উঠেছে। কখনো মেয়েরা এসব বিপজ্জনক স্টান্ট করে, আবার কখনো ছেলেরা। এমনকি আজকাল, ছোট বাচ্চারাও ভাইরাল হওয়ার জন্য বিপজ্জনক এবং মারাত্মক স্টান্ট করতে শুরু করেছে। তবে এবারের ভাইরাল ভিডিওতে দুঃসাহসিক স্টান্ট করেছেন এক যুবক যাতে শেষপর্যন্ত যাতে চরম পরিণতি হয়েছে তাঁর। ঠিক কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একজন লোক রাস্তার মাঝখানে প্রচণ্ড গতিতে চলমান একটি বাইকে শুয়ে স্টান্ট করছেন। হাতল থেকেও হাত সরিয়ে রেখেছেন। পিছন থেকে অন্য একজনকেও বাইকে শুয়ে একই স্টান্ট করতে দেখা যায়। পাশে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকা অন্য ব্যক্তি কিছু বলছে, আর তার মাঝেই ঘটে বিপত্তি। দেখা যায় অন্যমনস্ক হয়ে ওই বাইকে স্টান্ট করা ব্যক্তি একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। এতে মুহূর্তে ছিটকে পড়েন তিনি। এই চরম অবস্থা দেখে বুক কেঁপে ওঠে নেট নাগরিকদের। এই ভিডিওটি ইনস্টাগ্রামে হুইলিফিড নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখের বেশি বার লাইক হয়েছে। ভিডিওটিতে মানুষ প্রচুর মন্তব্যও করেছেন।

Related Articles

Back to top button