Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জানলা দিয়ে ঝুলছে ১০ ফুট লম্বা অজগর, ভিডিও দেখলে চমকে যাবেন – Ajagar Video

Updated :  Monday, October 2, 2023 10:17 AM

বর্তমান সময়ে দাঁড়িয়ে ৮-৮০ সকলের কাছেই সোশ্যাল মিডিয়া, বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে ভাইরাল হতে থাকে নেটদুনিয়ায়। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ঝলকগুলির মধ্যে এমন বেশ কিছু ঝলক থাকে, যা এই মুহূর্তে নজর আকর্ষণ করে তাদের। আর সেইসমস্ত আকর্ষণীয় ঝলকের মধ্যে এমন কিছু ঝলক থাকে, যা দেখে হয়তো শিউরে উঠতে হয়। আপাতত, তেমনি একটি শিউরে ওঠা ভয়ানক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুব কমই রয়েছে। তবে শহরের মানুষজন তাদের চারপাশে সাপের ঘোরাফেরা লক্ষ্য না করলেও, একটু গ্রামে গেলেই তাদের দেখা মিলবে ঝোপে-ঝাড়ে, জঙ্গলে। তবে এমন অনেকেই রয়েছেন যারা সাপকে পোষ্য হিসাবেই রাখেন নিজের বাড়িতে। তবে বিদেশে অনেক জায়গায় সাপের দেখা মেলে খেলা দেখানোর জন্য কিংবা ছবি তোলার জন্য। তবে হঠাৎ করেই নিজের দরজা কিংবা জানালার বাইরে যদি একটা বড় অজগরের দেখা মেলে সেক্ষেত্রে ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি তেমনি এক ভয়ানক ঝলকের দেখা মিলেছে।

https://twitter.com/QueenofThane/status/1706349277566644311

সম্প্রতি ‘স্নেহা’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকেই একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে এক গৃহস্থ বাড়ির জানালার বাইরে এক বিশালাকৃতির অজগর সাপকে ঝুলতে দেখা গিয়েছে। সেই সাপকে সরাতে গিয়ে বিপদে পড়েন এক যুবকও। জানা যাচ্ছে, মুম্বাইয়ের থানের কোন একটি গৃহস্থ বাড়ির ঝলক এটি। এই মুহূর্তে এই ঝলক দেখে রীতিমতো শিউরে উঠেছেন অনেকেই। কেউ কেউ জিজ্ঞেস করেছেন শেষপর্যন্ত ঐ যুবক সুস্থ রয়েছেন কিনা! কারণ এমন এক বিশালাকৃতির অজগরের মুখোমুখি হলে ভয় কাঁপবে সকলেই‌। তবে শেষপর্যন্ত কি হয়েছিল? তা অবশ্য এই ঝলকে দেখা যায়নি। তবে একাংশের মত, এই ঝলক ভারতের নয়। অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হয়নি।