গর্তে পড়ে যায় একটি বাচ্চা হাতি, তাকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন এক যুবক। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর মেট্টুপালিয়ামে। পেশায় বনরক্ষী ওই যুবকের নাম পলানিচামি শরথকুমার। BBC অনুসারে, শরথকুমার তামিলনাড়ুর মেট্টুপালিয়ামের একটি বন দলে ছিলেন। খবর পাওয়া যায় একটি হাতি রাস্তা আটকে রয়েছে। এই খবর পেয়ে ওই যুবক ও তার সহকর্মীরা ওই স্থানে গেলে আতশবাজির সাহায্যে হাতিটিকে ওই স্থান থেকে অন্যত্র নিয়ে যান।
এরপর কাছাকাছি আর কোনো হাতি আছে কিনা জানার জন্য তারা খোঁজ চালালে দেখেন ওই হাতিটির বাচ্চা, একটি ছোট্ট হাতি গর্তে পড়ে রয়েছে। এরপর হাতিটিকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন বনরক্ষী পলানিচামি শরথকুমার। তবে ঘটনাটি দুই’বছর আগের। দিনটি ছিল ১২ ডিসেম্বর, ২০১৭।
এই খবর নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক দীপিকা বাজপেয়ি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শরথকুমার নামের ওই বনরক্ষীকে প্রসংশা করেছেন সকলে।