করোনা ভাইরাস বিশ্বজুড়ে অতিমারীর সৃষ্টি করেছে। এই মুহূর্তে বিশ্বে মৃতের সংখ্যা ২৫০০০ ছাড়িয়েছে। ভারতবর্ষে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২০ এবং আক্রান্ত ৮০০ জন। এই মারন ভাইরাসের প্রকোপ এড়ানোর জন্য ভারত সহ বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন জারি করা হয়েছে। তার প্রভাব পড়েছে অর্থনীতি সহ অধিকাংশ ক্ষেত্রেই। এর জেরে বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা গুলি এই মুহূর্তে স্থগিত অথবা বন্ধ অবস্থায় রয়েছে। তাই খেলোয়াড়রাও রয়েছেন ঘরবন্দী অবস্থাতে। বাড়িতে থেকেই তারা সাধারণ জনগণের উদ্দেশ্যে সরকার কর্তৃক জারি করা সমস্ত নির্দেশাবলী মেনে চলার জন্য ভিডিও বার্তা দিচ্ছেন প্রায়শই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হোম কোয়ারেন্টাইন টাইমে বিরাট কোহলির হেয়ার স্টাইলিস্ট রূপে অবতীর্ণ হয়েছেন তার পত্নী অনুষ্কা শর্মা। লকডাউনে সেলুন সহ অন্যান্য দোকান পাটও বন্ধ, শুধুমাত্র মুদি, সব্জি এবং অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর দোকান বাদ দিয়ে। তাই একপ্রকার বাধ্য হয়েই বিরাট কোহলিকে তার পত্নীর শরণাপন্ন হতে হয়েছে হেয়ার কাট করার জন্য। অনুষ্কা শর্মা তার ফেসবুক পেজে বিরাটের চুল কাটার পুরো প্রক্রিয়াটির ভিডিও শেয়ার করেছেন। ভিডিও শেষে বিরাট তার সুন্দর হেয়ার কাট দেওয়ার জন্য অনুষ্কা শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকার জন্য ঘরবন্দী অবস্থার ভিডিও শেয়ার করেছেন আরো অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে জামা কাপড় কাচা ও বাথরুম পরিষ্কার করা এবং অপর একটি ভিডিওতে তার পুত্রের সঙ্গে খেলাধুলা করার ঘটনা শেয়ার করেছেন। শ্রেয়স আইয়ার তার বাড়ি পরিষ্কার করার ঘটনা শেয়ার করেছেন। অন্যদিকে ভারতের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তার টুইটার হ্যান্ডেলে সমস্ত জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করার কথা বলেন এবং পরবর্তীকালে তিনি সেইসব প্রশ্নগুলির উত্তর দিয়েছেন।