ক্রিকেটখেলা

ঐতিহাসিক ইডেনে আরও একটি রেকর্ডের সামনে বিরাট

Advertisement

তড়িৎ ঘোষ : আরও একটি রেকর্ডের থেকে মাত্র ৩২ কদম দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ইডেনে দ্বিতীয় টেস্টে আর ৩২ রান করলেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করবেন। এখন পর্যন্ত কোন ভারতীয় অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। তাই বিরাট কোহলির সামনে রয়েছে অন্যান্য একটি রেকর্ডের হাতছানি।

ইডেন গার্ডেনে বিরাট কোহলি ৩২ রান করলেই বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার রেকর্ড করবেন। এর আগে গ্রেম স্মিথ, অ্যালান বর্ডার, রিকি পন্টিং, ক্লাইভ লয়েড এবং স্টিভ ফ্লেমিং অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করেছেন। এখন পর্যন্ত কোনো ভারতীয় অধিনায়ক টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করতে পারেননি।

আরও গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট ম্যাচ খেলা হতে চলেছে। দর্শক ভর্তি স্টেডিয়ামে এই রকম একটি ঐতিহাসিক ম্যাচে রেকর্ড অর্জন করার মাহাত্ম্য কয়েকগুণ বেড়ে যাবে। ক্রিকেটপ্রেমীদের আশা বিরাট কোহলি এই ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন।

Related Articles

Back to top button