খেলা

Virat Kohli: বিরাট-যুগ শেষ, T20 বিশ্বজয় পরে কোহলির ব্যাটন কোন ক্রিকেটারের হাতে?

তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিতে চাইছেন বিরাট। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিরাটের জায়গায় আগামী দিনে কাকে দেখা যাবে ভারতীয় দলে?

Advertisement

Advertisement

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বোর্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যার কমান্ড শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে। অনেক তরুণ খেলোয়াড়কে টি-টোয়েন্টি সিরিজের জন্য সুযোগ দেওয়া হয়েছে, যারা আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছে।

Advertisement

বিরাটের জায়গায় আগামী দিনে কাকে দেখা যাবে ভারতীয় দলে?

কিন্তু বিরাট কোহলিকে আর দেখা যাবে না কুড়ি বিশের ক্রিকেট ফরম্যাটে। বিশ্বকাপ জয় করার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের এই ফরম্যাটে আর খেলবেন না। তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিতে চাইছেন বিরাট। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিরাটের জায়গায় আগামী দিনে কাকে দেখা যাবে ভারতীয় দলে?

Advertisement

রিঙ্কুর ওপরই ভরসা

রিঙ্কু সিংকেও ভারতের আসন্ন এই সফরের দলে রাখা হয়েছে। কিন্তু সম্প্রতি বিশ্বকাপ প্লেয়িং ইলেভেনে তার জায়গা হয়নি। আইপিএল ২০২৪-এ, রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে এবার কোনও স্মরণীয় ইনিংস পায়নি, কারণ তিনি এই টুর্নামেন্টে ব্যাট করার সুযোগ পাননি। বস্তুত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা পাননি রিঙ্কু। তাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের জন্য রিঙ্কুর ওপরই ভরসা রেখে তাকে মূল স্কোয়াডে জায়গা করে দিয়েছেন।

Advertisement

রিঙ্কু নিজে বিরাট ভক্ত

বিশ্বকাপে রিঙ্কু সিং মাঠে নামার সুযোগ না পেলেও ক্রিকেট প্রেমীরা বিস্ফোরক এই ব্যাটারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না। বরং কেউ কেউ মনে করছেন আগামী দিনে রিঙ্কু সিং হতে পারেন বিরাট কোহলির উত্তরসূরী। রিঙ্কু সিং ফাইনালে গ্যালারিতে ছিলেন। উচ্ছ্বাস প্রকাশ করতে মাঠে নেমে। রিঙ্কু নিজে বিরাট কোহলির খুব বড় ভক্ত। বিরাট কোহলির কাছ থেকে নিজের জন্য নিয়েছিলেন ব্যাট। বিরাট কোহলির কাছ থেকে দু’টি ব্যাট উপহার হিসাবে পেয়েছিলেন রিঙ্কু সিং।

Recent Posts