বিরাট-অনুষ্কার সন্তান কী হবে? আগাম ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী

গত ২৭ আগস্ট আকস্মিক ভাবেই গোটা দেশকে চমকে দেন ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট বয় বিরাট। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী বছরের শুরুতেই তিনি বাবা হতে চলেছেন। বিরুষ্কার পরিবারে আগত তৃতীয় জনের…

Avatar

গত ২৭ আগস্ট আকস্মিক ভাবেই গোটা দেশকে চমকে দেন ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট বয় বিরাট। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী বছরের শুরুতেই তিনি বাবা হতে চলেছেন। বিরুষ্কার পরিবারে আগত তৃতীয় জনের প্রতি শ্রদ্ধা উপচে পড়েছে দেশ বিদেশ থেকে।

ইতিমধ্যে আরবে আইপিএল খেলতে স্ত্রী অনুষ্কা সমেত উড়ে গেছেন বিরাট। সেখানে টিম ক্যাম্পেও চলেছে একপ্রস্থ উপভোগ। বিরাটের সন্তান কী হবে তা নিয়েও জল্পনা কল্পনা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই বিষয়েই মুখ খুললেন ব্যাঙ্গালোরের এক বিখ্যাত জ্যোতিষী। পন্ডিত জগন্নাথ গুরুজী ভবিষ্যদ্বাণী করলেন যে মেয়ের জন্ম দিতে চলেছেন বিরুষ্কা। অবশ্য, তিনি এ কথা আগেই জানান যে, পুত্র হোক কি কন্যা, সবই ভগবানের দান। এ নিয়ে সাধারণ মানুষের বাছবিচার করার যোগ্যতা নেই।