ক্রিকেটখেলা

শচীন-পন্টিং এর রেকর্ড ভাঙতে চলেছে ভারতীয় এই ক্রিকেটার

Advertisement

রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের নিয়মিত ব্যাটিং পজিশন ৩ নম্বরে ফিরে আসতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাইয়ে টপ-অর্ডারে তিন ওপেনারের পর চার নম্বরে নামেন তিনি। শুক্রবার রাজকোটে এটির সংশোধন হবে বলে আশা করা হচ্ছে। কোহলি তার আগের অবস্থানে ফিরে গেলে বড় স্কোর পেতে তিনি আরও সময় পাবেন এবং এটি তাকে ভারতের ইনিংসের গতি সেট করার সুযোগ দেবে, যার অভাব মুম্বইয়ে দেখা গেছে।

দ্বিতীয় ম্যাচে ৩ নম্বরে ব্যাটিং কোহলিকে রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙার এবং শচীন তেন্ডুলকারের সমান হতে সাহায্য করবে। রিকি পন্টিংয়ের চেয়ে এগিয়ে যাওয়ার জন্য রাজকোটে কোহলির একটি সেঞ্চুরি দরকার তাহলেই অধিনায়ক হিসাবে সমস্ত ফরম্যাট মিলিয়ে ৪২ টি সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হয়ে উঠবেন তিনি। অধিনায়ক হিসাবে বর্তমানে পন্টিংয়ের সাথে ৪১ টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে কোহলির।

আরও পড়ুন : বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি, আর হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটে

রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে একটি সেঞ্চুরি করলেই কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ডরের সমান হয়ে উঠবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ৮ টি সেঞ্চুরি রয়েছে এবং তেন্ডুলকরের রয়েছে ৯ টি সেঞ্চুরি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার একটি সেঞ্চুরি করলেই কোহলি শচীনের সঙ্গে এক সারিতে চলে আসবেন।

Related Articles

Back to top button