তড়িৎ ঘোষ : সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় দলের অধিনায়কত্ব নেন তখন ভারতীয় দলের অবস্থা খুবই খারাপের দিকে যেতে বসেছিল। তিনি অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় দলে আমূল পরিবর্তন ঘটতে থাকে। বিপক্ষ দলের চোখে চোখ রেখে অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে দল পরিচালনা করেন সৌরভ গাঙ্গুলি। তারপর থেকেই ভারতীয় দল উন্নতির শিখরে উঠতে শুরু করে।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে দুবছরের বেশি সময়। অনেকেই মনে করেন বিরাটের এই দলের সঙ্গে সৌরভের সেই দলের প্রচন্ড মিল রয়েছে। বিরাট কোহলি অত্যন্ত আগ্রাসীভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যেটা সৌরভ গাঙ্গুলীর মধ্যেও লক্ষ্য করা গিয়েছে।
ইডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচ জিতে বিরাট কোহলি বলেন “দাদা এই ধারা শুরু করেছিল আমরা সেটা এগিয়ে নিয়ে চলেছি মাত্র, দাদা দেখিয়ে দিয়েছিল কিভাবে বিপক্ষে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং চ্যালেঞ্জটা বিপক্ষ দলকে ফিরিয়ে দিতে হয়”। পাশে দাঁড়িয়ে সৌরভ তখন হাসছেন। বিরাট আরো বলেন “টেস্ট ম্যাচ হল পুরোটাই মানসিকতার ব্যাপার। এখন আমাদের বোলিং ইউনিট বিশ্ব সেরা। আমরা বিশ্বের যেকোন প্রান্তে যেকোন মাঠে ম্যাচ জেতার আশা রাখি”।