বিশ্ব ক্রিকেটে হয়তো রেকর্ডের পর রেকর্ড করতে জন্ম হয়েছে বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে তার দখলে রয়েছে অর্ধশতাধিক রেকর্ড। পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে তার নামের পাশে এখনো পর্যন্ত যুক্ত হয়েছে শতাধিক রেকর্ড। দীর্ঘ বিরতির পর অবশেষে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। আর এক ম্যাচেই আইপিএলের ইতিহাসে তিনটি বিস্ময়কর রেকর্ড গড়েছেন তিনি। তবে তার বিস্ময়কর রেকর্ড গুলো জানার পূর্বে প্রথমে জেনে নেওয়া যাক ম্যাচের ফলাফল সম্পর্কে-
আপনাদের জানিয়ে রাখি টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলিরা। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অন্যদিকে, ওপেনিং জুটিতে ডুপ্লেসিস ৫৬ বলে খেলেন ৮৪ রানের লম্বা ইনিংস। ফলে পাঞ্জাবের বিপক্ষে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এদিকে ১৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে যায় পাঞ্জাব। ফলে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে ২৪ রানে জয় পায় আরসিবি।
এদিকে খেলার মাঠে অত্যন্ত আগ্রাসী বিরাট কোহলি দীর্ঘ বিরতির পর অধিনায়কত্ব হাতে নিয়েই একটি ম্যাচে ৩টি বিস্ময়কর রেকর্ড গড়েছেন। আইপিএলের ইতিহাসে তিনিই এখন একমাত্র ব্যাটসম্যান, যিনি অধিনায়ক হিসেবে আইপিএলে ৬,৫০০ রান করেছেন। এছাড়া বিশ্ব ক্রিকেটে তিনি একমাত্র ব্যাটসম্যান, যিনি আইপিএলে একটি দলের হয়ে সর্বাধিক ৩০+ (১০০টি) রানের ইনিংস খেলেছেন। এছাড়া গতকাল ম্যাচে ৫৯ রান করার সাথে সাথে তিনি হয়ে উঠলেন আইপিএলের ইতিহাসে একটি দলের হয়ে সবচেয়ে বেশি অর্ধশত (৪৮টি) রানের ইনিংস খেলা ব্যাটসম্যান। অর্থাৎ এক ম্যাচেই তিনটি অবিশ্বাস্য রেকর্ড নিজের নামে নথিভুক্ত করলেন কিং কোহলি।