২০১৯ এর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে কাপ জয়ের এক কদম পেছন থেকেই বিদায় নেয় ভারত। সেই হারের যন্ত্রণা ভারতের প্রতিটি ক্রিকেটপ্রেমীকে যেমন বেদনা দেয় তেমনি সমানভাবে বেদনা দেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও। সেই বেদনার কথায় ফুটে উঠল ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলির গলায়।
বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে নিউজিল্যান্ডের পেসারদের দাপটে ভারতের উপরিক্রমের তিনজন ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়। ট্রেন্ট বোল্টের ইনসুইং ডেলিভারি বিরাট কোহলির প্যাডে এসে লাগায় আম্পায়ার এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। রিভিউ নিতে দেখা যায় বলটি স্টাম্পের উপরে বেলকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আম্পায়ার্স কল হওয়ায় আউট হতে হয় বিরাট কোহলিকে। জাদেজা-ধোনি জুটি আশার আলো জাগালেও ধোনি রান আউট হতেই সেই আলো নিভিয়ে যায়।
সেই পরাজয় সম্পর্কে বিরাট কোহলি বলেন “ব্যর্থতায় সকলেই প্রভাবিত হয়। আমিও হয়েছি। আমি সবসময় জেতার জন্য মাঠে নামি। সেদিনও আমি ভেবেছিলাম অপরাজিত থেকে দলকে জিতিয়ে আসবো। হারতে আমি ঘৃণা করি। ভারতের হয়ে মাঠে নামাটা কে আমি বিশাল এক সম্মান বলে ভাবি। তাই সবসময় এমন কিছু দৃষ্টান্ত রেখে যেতে চাই যাতে ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো হওয়ার চেষ্টা করে”।