বিরাতের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র নেটিজেনদের শিকার হতে হয় কোহলিকে। একজন কমেন্ট করে লিখেছেন, ‘এই মানুষটার কোনও মেরুদন্ড নেই। পশু হত্যার উৎসবের সময় তিনি কিছু বলেন না। উনি শুধু বলেন পশুরা বাজি ফাটলে পশুরা ভয় পায়।’ আর একজন কমেন্ট করেই বলেছেন, ‘আপনি একজন ক্রিকেটার। আমরা এখন আপনাকে পরিচিতি, সম্মান, ভালবাসা দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছি। তাই বলে নিজেকে হিন্দুদের ধর্মগুরু ভাববেন না। জ্ঞান দেওয়া বন্ধ করুন। আপনি এসব জ্ঞান দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি একেবারেই নন।’ এভাবেই ট্রোলড হতে হয়েছে বিরাটকে।Happy Diwali 🙏🏻 pic.twitter.com/USLnZnMwzT
— Virat Kohli (@imVkohli) November 14, 2020
দীপাবলির শুভেচ্ছা দিতে গিয়ে ট্রোলড হলেন বিরাট
নয়াদিল্লি: দুবাইয়ের মাটিতে আইপিএল শেষ হয়েছে। সামনে এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সফর। যদিও প্রথম টেস্ট খেলে পিতৃকালীন ছুটি উপভোগ করবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবুও এই মুহূর্তে করোনার কারণে জৈব সুরক্ষা…

আরও পড়ুন