তড়িৎ ঘোষ : এক উইকেটে ৮৬ রান নিয়ে ইন্দোরে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরুর কিছুক্ষণ এর মধ্যেই অর্ধশত রান পূরণ করেন চেতেশ্বর পুজারা। তারপরই ভারত কে জোড়া ধাক্কা দেয় বাংলাদেশি বোলার আবু জায়েদ। চেতেশ্বর পুজারাকে আউট করার পাশাপাশি এবং বিরাট কোহলি কে শূন্য রানে ফেরান তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমনাত্মক দেখায় বাংলাদেশি বোলারদের। ৫৪ রান করে চতুর্থ স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চেতেশ্বর পূজারা।
তার ঠিক পরেই কোহলিকে শূন্য রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আবু জায়েদ। আম্পায়ার প্রথমে কোহলিকে আউট দেননি কিন্তু রিভিউ নেয় বাংলাদেশে। যার ফলে দেখা যায় বল লেগ স্ট্যাম্পে হিট করছে তখন আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করে কোহলিকে আউট ঘোষণা করেন। এখন অর্ধশতরান পূরণ করে ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং তার সঙ্গী ভারতীয় সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে।