চীনের বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ আনলেন হংকং-এর ভাইরোলজিস্ট
ইয়ান দাবি করেছেন যে, তিনিই কোভিড -১৯ নিয়ে গবেষণা করা বিশ্বের প্রথম বিজ্ঞানী ছিলেন।
বিশ্বজুড়ে ১২ কোটিরও বেশি মানুষ কোভিড -১৯ দ্বারা আক্রান্ত। এমন সময় হংকংয়ের এক বিজ্ঞানী দাবি করেছেন যে, চীন এই মারাত্মক ভাইরাস সম্পর্কে আগে থেকেই ভালভাবে জানত। কিন্তু সরকার তথ্য গোপন করেছে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, হংকং স্কুল অফ পাবলিক হেলথের ভাইরোলজি এবং ইমিউনোলজিতে বিশেষজ্ঞ, লি-মেং ইয়ান বলেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মর্যাদা অক্ষুন্ন রাখতে সারা বিশ্বের কাছে বিষয়টি আগেই তুলে ধরা উচিত ছিল। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং মহামারী বিশেষজ্ঞরা বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স ল্যাবরেটরি জানিয়েছিল যে, ২০২০ সালের প্রথমদিকে ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে।
ইয়ান দাবি করেছেন যে, তিনিই কোভিড -১৯ নিয়ে গবেষণা করা বিশ্বের প্রথম বিজ্ঞানী ছিলেন। বিশ্ববিদ্যালয় ও হু-র রেফারেন্স ল্যাবে তাঁর সহকারী ডাঃ লিও পুন-কে গত বছর সারস-এর মতো অদ্ভুত কিছু দেখার জন্য আহ্বান করা হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের মূল ভূখণ্ড থেকেই বেরিয়ে আসে করোনার নমুনা। তিনি আরও বলেন, ‘চীন সরকার হংকংয়ের বিদেশী বিশেষজ্ঞদের চীনে গবেষণার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।’
ইয়ান জানান, সেই সময় তিনি ও তার সহকর্মীরা চীন জুড়ে অদ্ভুত ভাইরাসের প্রকোপ নিয়ে আলোচনা করেছিলেন। তখনই তিনি মানুষের মধ্যে তীব্র পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করেছিলেন। আলোচনায় খোলামেলাভাবে অংশ নেওয়া চিকিৎসক ও গবেষকরা হঠাৎ করে উঠে পড়েছিলেন। উহান শহর থেকে আসা লোকেরাও চুপ করে গিয়েছিল এবং অন্যদের তাদের বিবরণ জিজ্ঞাসা করতে বারণ করেছিল।