কৌশিক পোল্ল্যে: ফের করোনা ভাইরাস হানা দিল বলিউড সেলেবের অন্দরমহলে। হিন্দি ছবির প্রথম সারির পরিচালক ও প্রযোজক করন জোহরের আবাসনেই ঘটেছে এই ঘটনা। এরপরই পরিবারের বাকি সদস্যরাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। গতকাল রাতে এক ট্যুইটের মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন পরিচালক। যদিও খানিক আগে থেকেই বলিপাড়ার কানাঘুষোয় খবর ছড়িয়ে পড়েছিল বটে, এবার সেই ইস্যুতেই বয়ান দিয়ে নীরবতা ভাঙলেন করন।
ট্যুইটে পরিচালক জানান, হ্যাঁ তার বাড়িতে করোনার থাবা পড়েছে। তাদের আবাসনেই কর্মরত দুই কর্মচারী এই ভাইরাসে আক্রান্ত এবং এরপরই তাদের নিজের আবাসনেরই অন্য প্রান্তে কোয়ারেন্টাইনে রাখেন করন, এরপর করোনার বিভিন্ন লক্ষন ও উপসর্গ ধরা পড়লে তাদের চিকিৎসাধীন করা হয়েছে বলে জানান কে.জে।
অন্যদিকে সাবধানতা বজায় রাখতে তিনি আরও জানান, তৎক্ষনাৎ তার পরিবারের সমস্ত সদস্য সহ প্রত্যেকেটি কর্মচারী ও হাউসহোল্ড স্টাফদের করোনা পরীক্ষা করানো হয় এবং প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন করন। এরপর তিনি বলেন, তবুও সকলের কথা মাথায় রেখেই আপাতত চোদ্দ দিন ওই আবাসনের প্রত্যেকেই আইসোলেশনে থাকবেন যাতে অজান্তেও যেন কোনোভাবেই সংক্রমন ছড়িয়ে না পড়ে।
যদিও আশঙ্কার মেঘ অন্যদিকে। বাড়িতে সদস্য বলতে করনের সঙ্গে থাকেন তার বৃদ্ধা মা হীরু জোহর এবং দুই সন্তান যশ ও রুহি। করোনা ভাইরাস যেহেতু প্রবীন এবং খুদে ব্যক্তিদের দ্রুত কাবু করে ফেলতে সক্ষম হচ্ছে সেই কারনেই দুশ্চিন্তার ভাঁজ প্রযোজকের কপালে। তবুও সতর্কতা মেনে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় তার সবটুকুই পালনের চেষ্টায় জোহর পরিবার।