টেক বার্তা

ভারত থেকে ব্যবসা গোটানোর পথে ভোডাফোন? জল্পনা তুঙ্গে

Advertisement

জিও আসার পর থেকে অন্য টেলিকম সেবা প্রদানকারী সংস্থাগুলি লোকসানের পথে চলছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় সংস্থাগুলির বকেয়া খুব শীঘ্রই মিটিয়ে দিতে হবে। ভোডাফোনের কাছে তার পরিমাণ ২৮৩০৯ কোটি টাকা যা আগামী তিন মাসের মধ্যে তাদের মিটিয়ে ফেলতে হবে।

এরপর থেকেই ভোডাফোনের শেয়ার ক্রমশ পড়তে থাকে। সম্প্রতি ভোডাফোন ঘোষণা করেছে যে তাদের গ্রাহককে আর প্রতি মাসে ৩৫ টাকা রিচার্জ করতে হবে না তার বদলে ২০ টাকা রিচার্জ করলেই হবে। ২০ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে ফুল টকটাইম এবং একমাসের ভ্যালিডিটি। এছাড়াও ৩০ ও ৫০ টাকার রিচার্জেও ফুল টকটাইম এর সাথে পাওয়া যাবে এক মাসের ভ্যালিডিটি এবং ১০ টাকার রিচার্জ ভাউচারটি সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে যদিও এক্ষেত্রে ফুল টকটাইম পাওয়া যায় না।

টেলিকম সার্কেলের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে ভোডাফোন সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে ভারত থেকে ব্যবসা সম্পূর্ণভাবে গুটিয়ে নিতে চাইছে তারা।

Related Articles

Back to top button